Advertisement
Advertisement

গৌতম কুণ্ডুর রোলস রয়েস, ১২৫৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

কলকাতার রাস্তায় এই পাঁচ কোটির গাড়ি হাঁকিয়ে ঘুরতেন চিটফান্ড রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডু৷

ED seized rolls royes and 1256 crore rupees property of Goutam Kundu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 23, 2016 9:30 am
  • Updated:December 23, 2016 9:30 am  

স্টাফ রিপোর্টার: বিলাসবহুল রোলস রয়েস৷ দাম তার পাঁচ কোটি টাকা৷ কলকাতার রাস্তায় এই পাঁচ কোটির গাড়ি হাঁকিয়ে ঘুরতেন চিটফান্ড রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডু৷ ওই গাড়ি-সহ গৌতম কুণ্ডুর ১২৫৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট৷ বৃহস্পতিবার ইডি-র একটি সূত্র জানিয়েছে, রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য ‘অ্যাটাচমেণ্ট অর্ডার’ হাতে এসেছে৷ দেখা গিয়েছে, বাজারে এই বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য ১২৫৬ কোটি টাকা৷

রোজভ্যালির বিরু‌দ্ধে মামলা শুরু করে সিবিআই ও ইডি৷ অভিযোগ, এই রাজ্য ও ওড়িশার কয়েক হাজার আমানতকারীর কাছ থেকে এজেণ্টদের মাধ্যমে কোটি কোটি টাকা তোলে ওই চিটফান্ড সংস্থা৷ আমানতকারীদের টাকা ফেরত দেয়নি রোজভ্যালি৷ এই বিষয়ে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বিরু‌দ্ধে আমানতকারীরা অভিযোগ দায়ের করেন৷ গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হয়৷ এদিন গৌতম কুণ্ডুর পাঁচ কোটির গাড়ি-সহ বারোটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়৷ এ ছাড়াও জয়পুর, পোর্টব্লেয়ার, পানাজি, হরিদ্বার, রাঁচি, শিলচরের একটি করে হোটেল ও কলকাতার দুটি হোটেল বাজেয়াপ্ত করা হয়৷ এদিকে রোজভ্যালির রাজারহাটে থাকা ১৪২ কাঠা, মেদিনীপুরে সাড়ে পাঁচ হাজার কাঠা জমি ও মধ্য কলকাতায় আড়াই হাজার স্কোয়ার ফুটের অফিসও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement