Advertisement
Advertisement
Shahjahan Sheikh

এবার ইডির নজরে শাহজাহানের অ্যাকাউন্ট-সম্পত্তি, আয়কর দপ্তরের কাছে ১০ বছরের নথি তলব

শেখ শাহজাহানকে কেন্দ্র করে গত একমাস ধরে উত্তাল রাজ্য-রাজনীতি।

ED seeks details of Sheikh Shahjahan bank account from IT dept | Sangbad Pratidin

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 2, 2024 11:35 am
  • Updated:February 2, 2024 1:17 pm

অর্ণব আইচ: শেখ শাহজাহানকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। কোথায় রয়েছেন সন্দেশখালির এই দাপুটে নেতা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই পরিস্থিতিতে এবার ইডির নজরে শাহজাহানের সম্পত্তি। তৃণমূল নেতা ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির তালিকা তৈরি করছেন ইডি আধিকারিকরা, এমনটাই খবর।

রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারির পর থেকে ইডির নজরে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। ৫ জানুয়ারি তাঁর বাড়িতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। সেখানেই আক্রান্ত হন তাঁরা। কার্যত প্রাণ হাতে নিয়ে ফেরেন জওয়ানরা। তার পর প্রায় এক মাস পেরিয়েছে। থানা-পুলিশ-আদালত কেউই শাহজাহানের হদিশ পায়নি। পুলিশকে আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শাহজাহান কাণ্ডে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন রাজ্যপাল। অবিলম্বে তাঁকে গ্রেপ্তারের আর্জি জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: কবীর সুমনকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, এখন কেমন আছেন শিল্পী?]

এই পরিস্থিতিতে এবার ইডির নজরে পুলিশের খাতায় ‘ফেরার’ শেখ শাহজাহানের সম্পত্তি। জানা গিয়েছে, কোন ব্যাঙ্কে নামে বেনামে কটি অ্যাকাউন্ট রয়েছে। তাতে কত টাকা রয়েছে। কোথায় কত পরিমাণ সম্পত্তি রয়েছে। তা খতিয়ে দেখে তালিকা তৈরি করবে ইডি। ইতিমধ্যেই আয়কর দপ্তরের কাছে ১০ বছরের নথি তলব করা হয়েছে। শুধু শাহজাহান নয়, তাঁর পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠদের সম্পত্তিতেও নজর ইডির। প্রসঙ্গত, হামলার ঘটনার পর থেকে বেপাত্তা শাহজাহান। যদিও সোশাল মিডিয়ায় ‘অ্যাকটিভ’ তৃণমূল নেতা। এদিকে ইডির তলবেও সাড়া দিচ্ছেন না তিনি। ফলে এবার ইডি কী পদক্ষেপ করে সেদিকেই নজর সব মহলের।

[আরও পড়ুন: জল পড়ছে, পলেস্তারা খসছে! লস অ্যাঞ্জেলসের বাড়ি ছাড়লেন নিক-প্রিয়াঙ্কা, মামলাও দায়ের করলেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement