Advertisement
Advertisement
SSC Scam

SSC Scam: কফিশপে বসে চাকরির দরদাম কুন্তল-শান্তনুর! সিসিটিভি ফুটেজ চাইছে ED

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ-শান্তনু ঘোষদের।

ED seeks CCTV Footage of some coffeeshops of Kolkata in connection with SSC Scam | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 15, 2023 7:15 pm
  • Updated:March 15, 2023 7:15 pm

অর্ণব আইচ: এবার ইডির (Enforcement Directorate) নজরে শহরের অভিজাত কফিশপ! কলকাতার একাধিক অভিজাত কফিশপে বসে চলত চাকরি বিক্রির পরিকল্পনা। কত দরে বিক্রি হবে কোন চাকরি, অভিজাত কফিশপে বসেই ঠিক করতেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ-শান্তনু বন্দ্যোপাধ্যায়রা। এবার সেই সমস্ত কফিশপের সিসিটিভি ফুটেজ তলব করল ইডি, এমনই সূত্রের খবর।

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ-শান্তনু ঘোষদের। আপাতত ইডি হেফাজতে রয়েছেন তাঁরা। অভিযোগ, তাঁরাই বৈঠক করে চাকরির দর ঠিক করত। আর সেই দর ঠিক করতে মাঝেমধ্যেই আলোচনায় বসতেন কুন্তল-শান্তনুরা। বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছিল শহরের অভিজাত কয়েকটি কফিশপ। এবার সেই কফিশপের সিসিটিভি ফুটেজ চেয়েছে ইডি, এমনই সূত্রের খবর।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যে টাটার প্রত্যাবর্তন! কারখানা খুলছে খড়গপুরে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

শুধু কফিশপ নয়, বাইপাসের ধারে এক অভিজাত আবাসনে ফ্ল্যাট রয়েছে কুন্তল ঘোষে। নিউটাউনেও রয়েছে তাঁদের ঠেক। সেই সমস্ত জায়গাতেও চলেছে বৈঠক। সূত্রের দাবি, সেই সমস্ত জায়গার সিসিটিভির ফুটেজ চেয়েছে ইডি। সেগুলি দ্রুত হাতে পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) নাম জড়িয়েছে তৃণমূলের দুই যুবনেতার। তাদের গ্রেপ্তারও করেছে ইডি। অবশেষে সেই দুই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে দল। পার্থ চট্টোপাধ্যায়ের পর তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছে  দুই যুবনেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ও। 

[আরও পড়ুন: বাড়ির আলমারি থেকে উদ্ধার নিখোঁজ প্রৌঢ়ার পচাগলা দেহ! মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার তরুণী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement