Advertisement
Advertisement

Breaking News

Shahjahan Sheikh

বেআইনি পথেই ২৬০ কোটির সম্পত্তি! শাহজাহানের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ইডি

এদিন শাহজাহানের ভাই জামিনের আর্জি করলে তা খারিজ করে দেয় আদালত।

ED says Shahjahan Sheikh earned 260 crore in illegal way
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 13, 2024 4:04 pm
  • Updated:May 13, 2024 5:53 pm  

অর্ণব আইচ: বেআইনি পথে হেঁটেই ২৬০ কোটির সম্পত্তির মালিক হয়েছেন শাহজাহান শেখ (Shahjahan Sheikh)। সোমবার বিশেষ আদালতে এমনটাই জানাল ইডি। এদিকে মানবিক দিক তুলে ধরে শাহজাহানের ভাই জামিনের আবেদন করলেও তা খারিজ করে দিল আদালত।

দীর্ঘদিন ধরে জেলবন্দি সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান ও তাঁর ভাই-শাগরেদরা। সোমবার শাহজাহান-সহ চারজনকে তোলা হয় ইডির বিশেষ আদালতে। সেখানেই ইডি একাধিক তথ্য তুলে ধরে। এদিন ইডির তরফে দাবি করা হয়েছে, চিংড়ি আমদানি-রপ্তানিতে শাহজাহানের বিপুল সম্পত্তি হয়েছে। বেআইনিভাবে দখল করা জমি ব্যবহার করে শাহজাহান বিপুল সম্পত্তি তৈরি করেছে বলেও এদিন দাবি করেছে ইডি। মোট ২৬০ কোটির সম্পত্তির হদিশ মিলেছে বলে জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘পার্থ ভৌমিককে ভোট দিন’, রাজের সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে গলা ফাটালেন ‘মিঠাই’ সৌমিতৃষা!]

এদিকে এদিন ধৃত শেখ আলমগীরের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। আদালতে জানানো হয় যে, শেখ আলমগীরের স্ত্রী অন্তঃসত্ত্বা। তাঁকে দেখাশোনার জন্য বাড়িতে কেউ নেই। ফলত শেখ আলমগীরের জামিনে মুক্তি পাওয়া প্রয়োজন। কিন্তু এই আর্জিতে সাড়া দেয়নি আদালত। তাঁর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ জন।

[আরও পড়ুন: বইয়ের প্রচ্ছদে পুরুষাঙ্গের আদলে রবীন্দ্রনাথের মুখ! নিন্দায় সরব বাঙালি সমাজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement