Advertisement
Advertisement

Breaking News

ED

নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া ইডি, ‘কালীঘাটের কাকু’র সম্পত্তির খোঁজে একাধিক জায়গায় হানা

বর্তমানে হাসপাতালে ভরতি কালীঘাটের কাকু।

ED raids property of Kalighater Kaku | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 21, 2023 12:59 pm
  • Updated:August 21, 2023 1:15 pm  

অর্ণব আইচ: নতুন করে চাপে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। সোমবার সকালে তাঁর সম্পত্তির খোঁজে একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি আধিকারিকরা। নজরে কালীঘাটের কাকুর জামাইয়ের নামে কেনা সম্পত্তিও।

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন আগেই নাম জড়িয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra)। ধৃত একাধিক ব্যক্তির মুখে শোনা গিয়েছিল তাঁর নাম। পরবর্তীতে ইডির জেরার মুখে পড়তে হয় তাঁকে। অবশেষে গ্রেপ্তারি। বর্তমানে বন্দি সুজয়কৃষ্ণ ভদ্র। তবে শারীরিক অসুস্থতার কারণে ভরতি রয়েছেন হাসপাতালে। তবে রহস্যের শিকড়ে পৌঁছতে তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সোমবার সকালে লি রোডে জামাইয়ের নামে কেনা কালীঘাটের কাকুর সম্পত্তিতে হানা দেয় ইডি। যার মূল্য আড়াই কোটি টাকা। খতিয়ে দেখেন। সেই সঙ্গে আলিপুর ও জোকায়ও  হানা দিয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরের]   

প্রসঙ্গত, বেশ কয়েকমাস আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে। গ্রেপ্তারির পর মৃত্যু হয় তাঁর স্ত্রীর। সেই সময় প্যারোলে ছাড়া পেয়েছিলেন কালীঘাটের কাকু। এরপর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর চিকিৎসা নিয়ে প্রচুর টালবাহানা হয়েছে। অবশেষে বেসরকারি হাসপাতালেই তাঁর অস্ত্রোপচারে সায় দিয়েছে কোর্ট। 

[আরও পড়ুন: বাস্তবের ‘হাম দিল দে চুকে সনম’, ৮ বছর সংসারের পর স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী!]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement