সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে ফের অ্যাকশনে ইডি। অভিযোগ, এনআরআই কোটায় ডাক্তারিতে ভর্তি নিয়েও দুর্নীতি হয়েছে। এনিয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। সেই সূত্রে ধরেই এদিন রাজ্যের ছয় জায়গায় হানা দেয় ইডি।
জানা গিয়েছে, ডাক্তারিতে ভর্তির সময় জাল এনআরআই সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। আর সেই সার্টিফিকেটের মাধ্যমে এনআরআই কোটায় ভর্তিও হয়েছেন অনেকে। অথচ তাঁরা এনআরআই নন। এই মর্মে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। সূত্রের দাবি, আর জি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির তদন্ত করতে নেমে এই গরমিলের খোঁজ পান তদন্তকারীরা। এরপরই অভিযোগ দায়ের হয়। এরপর বৃহস্পতিবার অ্যাকশনে নামল ইডি।
এদিন কলকাতা, কাকদ্বীপ, উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা-সহ মোট ৬টি এলাকায় হানা দিয়েছে ইডি। ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে তল্লাশি। তবে যাদের বাড়িতে তল্লাশি চলছে তারা কীভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতির হদিশ মিলতেই তদন্তে নেমেছে ইডি ও সিবিআই। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একের পর এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর মধ্যে দুই ভেন্ডার সুমন হাজরা এবং বিপ্লব সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। সেই তদন্তে নেমেই ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রেও দুর্নীতির হদিশ পেল তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.