Advertisement
Advertisement
ED Raid

নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি, পার্থ ঘনিষ্ঠর বাড়িতে তল্লাশি

ইডির তল্লাশি এক জমি ব্যবসায়ী ও হিসাবরক্ষকের বাড়িতেও। বেলার দিকে তল্লাশি অভিযানে নামে সিবিআইও।

ED raid at Partha Chatterjee aide residence on recruitment scam

নিউটাউনে পার্থ ঘনিষ্ঠ প্রাক্তন পার্শ্বশিক্ষকের বাড়িতে ইডি তদন্তকারীরা। নিজস্ব চিত্র।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 8, 2024 10:21 am
  • Updated:March 8, 2024 1:49 pm  

দিশা ইসলাম, বিধাননগর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের কলকাতায় ইডির (ED) তল্লাশি। শুক্রবার সকাল ৬টা থেকে রাজারহাট, নিউটাউন, নাগেরবাজার-সহ একাধিক এলাকায় অভিযান চালিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তবে এবার তাঁদের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ পার্শ্বশিক্ষক আবদুল আমিন। এদিন সকালে ইডির ৫ সদস্যের দল তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেছে বলে খবর।

জানা গিয়েছে, আবদুল আমিন নিউটাউনের (New Town) পাথরঘাটা হাইস্কুলের প্রাক্তন পার্শ্বশিক্ষক। পাথরঘাটার মাজার শরিফ মোড়ে আবদুলের বাড়িতে এদিন সকালেই পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেই থেকে চলছে তল্লাশি। আবদুলের কাছ থেকে বিভিন্ন নথি দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও (Central Force) রয়েছে। আবদুলের বাড়ি ঘিরে রেখেছেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: পদ্মে এবার গান্ধী ‘কাঁটা’? বিজেপি টিকিট দেবে বরুণকে? তুঙ্গে জল্পনা]

অন্যদিকে, রাজারহাটের (Rajarhat) কাশীপুরে এক জমি ব্যবয়াসীর বাড়িতেও তল্লাশি অভিযানে নেমেছে ইডি। সূত্রের খবর, কাশীপুরের এই বাড়ি চন্দন চট্টোপাধ্যায় নামে এক জমি ব্যবসায়ীর। তিনি নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ বলে পরিচিত, ধৃত প্রসন্নকুমার রায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতির সঙ্গে এঁর কী যোগ, তা খতিয়ে দেখতেই তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা গিয়েছেন বলে খবর। সন্দেশখালির (Sandeshkhali) হামলা থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক জায়গায় ইডি তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এছাড়া নাগেরবাজারেও (Nager Bazar) তল্লাশি চলছে বলে খবর। এদিন সকাল ৬টা থেকে ইডির অ্যাকশন শুরুর পর বেলা ১০টার পর সিবিআইয়ের (CBI) একটি টিমও তল্লাশি অভিযানে নেমেছে বলে খবর। গাড়ি নিয়ে তাঁরা নিজাম প্যালেস থেকে বেরিয়েছেন।

[আরও পড়ুন: স্ত্রীকে ঘরের কাজ করতে বললেই ‘নিষ্ঠুর’ স্বামী? কী বলল দিল্লি হাই কোর্ট?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement