Advertisement
Advertisement

Breaking News

SSC

SSC দুর্নীতিতে কী ভূমিকা তিন মিডলম্যানের? গুরুত্বপূর্ণ তথ্য জানতে মরিয়া ইডি

নিয়োগ দুর্নীতির 'মিডলম্য়ান' প্রদীপ-প্রসন্ন-রনিতের খুঁটিনাটি প্রকাশ্যে এল।

ED is seeking three middlemen's part in Teacher Recruitment Scam | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 18, 2024 4:37 pm
  • Updated:January 18, 2024 4:37 pm  

অর্ণব আইচ: এসএসসি (SSC) দুর্নীতি কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে মিডলম্যানরা। নিয়োগ এবং আর্থিক তছরূপের ঘটনায় এই মিডলম্যানদের কী ভূমিকা, তাঁদের হাত ঘুরে কীভাবে টাকা নয়ছয় হয়েছে, সেসব উত্তরের খোঁজে বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব কলকাতার নানা জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি (ED)। নিউটাউন, মুকুন্দপুরে একাধিক মিডলম্যানের বাড়িতে তল্লাশি চলেছে।
তদন্তকারীদের নজরে প্রসন্ন রায়, প্রদীপ সিং, রনিত ঝাঁ-র ভূমিকা। কারা এই তিন মিডলম্যান, কীভাবে নেতা-মন্ত্রীদের সঙ্গে তাঁদের যোগাযোগ, সেটাই জানতে মরিয়া ইডি।

জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক জীবন সাহার ঘনিষ্ঠ প্রসন্ন রায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। প্রায় একই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হন প্রদীপ সিংও। সম্প্রতি তাঁরা দুজনই জামিন পেয়েছেন। এর আগে এই দুজনের বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI)। কিন্তু এই প্রথমবার তাঁদের বাড়িতে হানা দিল ইডি। এদিন সকালে নিউটাউনের (New Town) তিন আবাসনে চলে তল্লাশি। নিউটাউনের বলাকা আবাসনে B6 ব্লকের B6-2/3 ফ্ল্যাট প্রসন্ন রায়ের। নিউটাউনের এক পাঁচতারা হোটেলে প্রসন্ন রায়ের অফিস, নিউটাউন আইডিয়াল ভিলায় প্রসন্ন রায়ের দুটি ফ্ল্যাট ১০৫ ও ১০৬ নং। এই সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দির ঘিরে নবরূপে অযোধ্যা, সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ নীতি যোগী সরকারের]

সিবিআই ও ইডির অভিযোগ, প্রসন্ন রায় নিজে এই দুর্নীতিকাণ্ডের ‘কি পারসন’ (Key Person)। তিনি ইডির হাতে গ্রেপ্তার হয়ে কিছুদিন জেলবন্দি থাকার পর সম্প্রতি জামিন পেয়েছেন। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়দের সংযোগকারী হয়ে কাজ করতেন প্রসন্ন, অভিযোগ এমনই। এমনকী নিয়োগ তালিকা তৈরিতেও ভূমিকা ছিল প্রসন্নর।

[আরও পড়ুন: শিবের মিছিলে ‘থুতু’! পাঁচ মাস জেলে মুসলিম যুবক, গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি]

এদিকে, প্রসন্ন ঘনিষ্ঠ রনিত ঝা-র বাড়িতেও বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছেন। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দেওয়া চার্জশিটে নাম রয়েছে রনিত ঝা-র। তিনি প্রসন্নর খুব ঘনিষ্ঠ। মুকুন্দপুরের নয়াবাদে রনিতের ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি। সূত্রের খবর, প্রসন্ন রায় ঘনিষ্ঠ ও তাঁর একসময়ের কর্মী রনিত ঝা টাকা নিয়ে তালিকা তৈরি করত চাকরিপ্রার্থীদের। সেই তালিকা যেত হাত ঘুরে প্রসন্নের কাছে। প্রসন্নের মাধ্যমে তৎকালীন এসএসসি-র উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহার কাছে। রনিতের বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা খুঁজছেন নয়া তথ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement