Advertisement
Advertisement
ED

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: ইডির মামলায় ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে চার্জ গঠন

অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্রকে ভারচুয়ালি পেশ করা হয়। এদিন তাঁর মেডিক্যাল রিপোর্টও জমা পড়ে আদালতে।

ED forms charge against Sujay Krishna Bhadra on recruitment scam

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:January 6, 2025 3:04 pm
  • Updated:January 6, 2025 3:36 pm  

অর্ণব আইচ: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে চার্জ গঠন হল ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। ইডির মামলায় সোমবার ব্যাঙ্কশাল আদালতে চার্জ গঠন করা হয়েছে। এদিন ভারচুয়ালি তাঁকে আদালতে পেশ করা হয়। তাঁর মেডিক্য়াল রিপোর্টও জমা দেওয়া হয়। এদিনও সুজয়কৃষ্ণবাবু জানান, তিনি সম্পূর্ণ নির্দোষ, কোনও টাকা নেননি। কিন্তু বিচারক তাঁকে জানান, তদন্তকারীদের কাছে যা প্রমাণ আছে, তা চার্জ গঠনের পক্ষে যথেষ্ট। 

এর আগে গত সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জ গঠনের জন্য আদালতে নিয়ে যাওয়ার সময়ে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতের বিচারক জানান, তাঁর শারীরিক অবস্থা কেমন আছে, তার নিয়মিত রিপোর্ট দিতে হবে। এই মুহূর্তে বাইপাসের বেসরকারি হাসপাতালের HDU-তে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে কাকুর জন্য। পেসমেকার বদলানোর প্রয়োজন কিনা তা জানতে অ্যাঞ্জিওগ্রাফি করা হবে তাঁর। সেখান থেকেই আজ তাঁকে ভারচুয়ালি আদালতে পেশ করা হয়। 

Advertisement

বিচারক তাঁর শারীরিক স্বাস্থ্যের খোঁজ নেন। সুজয়কৃষ্ণ ফের দাবি করেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ। প্রশ্ন করেন, ”আমি টাকা নিয়েছি কে বলল?”  তাতে বিচারক তাঁকে জানান, ”এজেন্সির কাছে সম্পূর্ণ তথ্যপ্রমাণ আছে। যা তথ্য প্রমাণ আছে তাতে বোঝা যাচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন সম্ভব। সুজয়বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি বড়সড় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই কাজটা করার জন্য মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনি বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। আপনি লিপস্ অ্যান্ড বাউন্ডসের বড় কর্মকর্তা ছিলেন। দুর্নীতির টাকা থেকে আয় করেছেন। লুকিয়ে রাখার কাজ করেছেন। আমার মনে হয়েছে আপনি বেআইনিভাবে রোজগারের কাজে যুক্ত ছিলেন। তাই আপনার বিরুদ্ধে পিএমএলএ আইনের ৪ ধারায় চার্জ গঠন করা হচ্ছে।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement