Advertisement
Advertisement

Breaking News

Shankar Adhya

বাংলাদেশ-দুবাইয়ে ৭৫০ কোটি টাকা পাচার! রেশন দুর্নীতি মামলায় শংকর আঢ্যর বিরুদ্ধে চার্জশিট ED’র

২০১২ থেকে ২০২২২ পর্যন্ত এই অর্থ লেনদেন হয়েছে বলেই দাবি ইডির।

ED files chargesheet on ration scam, mentions Shankar Adhya' e name

শংকর আঢ্য। ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 5, 2024 5:10 pm
  • Updated:March 5, 2024 5:45 pm  

অর্ণব আইচ: রেশন দুর্নীর্তি মামলায় শংকর আঢ্যর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির (ED)। ৮০ পাতার এই চার্জশিটে নাম রয়েছে ২২ জন সাক্ষীর। সেখানেই শংকর আঢ্যর বিরুদ্ধে ভারত থেকে বাংলাদেশ ও সেখান থেকে দুবাইয়ে ৭৫০ কোটি টাকা পাচারের অভিযোগ তোলা হয়েছে। যার থেকে কমিশন পেতেন শংকর আঢ্য।

রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার কলকাতার নগরদায়রা আদালতে চার্জশিট পেশ করল ইডি। সেখানে উল্লেখ করা হয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর নাম। তথ্য অনুযায়ী, ২০১২ তেকে ২০২২ সাল পর্যন্ত একাধিক কোম্পানির মাধ্যমে বাংলাদেশ ও দুবাইয়ে টাকা পাচার করেছেন শংকর। মোট প্রায় ৭৫০ কোটি টাকা পাচার করা হয়েছে বলে দাবি ইডির। যার থেকে ০.৫ শতাংশ কমিশন পেতেন শংকর আঢ্য।

Advertisement

[আরও পড়ুন: ‘নাস্তিক’ সিপিএম নাপসন্দ, কংগ্রেসে ‘পরিবারতন্ত্র’, দুই দলের বিরুদ্ধে ক্ষোভ অভিজিতের]

প্রসঙ্গত, শংকর আঢ্যকে গ্রেপ্তারের পর তদন্তে নেমে ৯৫ টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ পাওয়া গিয়েছে বলে জানিয়েছিল ইডি। তার মধ্যে নাকি ৬ টি শংকর আঢ্যর পরিবারের সদস্যের নামে। বাকি গুলো বেনামে। ওগুলোর মাধ্যমেই দুর্নীতির টাকা সাদা করার চেষ্টা করানো হতো। পেট্রাপোল সীমান্তে রয়েছে শংকর আঢ্যর মানি এক্সচেঞ্জের অফিস। যদিও বর্তমানে তা বন্ধ।

[আরও পড়ুন: আধার নিষ্ক্রিয়? বিকল্প পরিচয়পত্রে দেওয়া যাবে ভোট, বড় ঘোষণা কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement