Advertisement
Advertisement
ED

নিয়োগ দুর্নীতি মামলা: কালীঘাটের কাকুর অসুস্থতা নিয়ে সংশয়! SSKM-এর বিরুদ্ধে বিস্ফোরক ইডি

সুজয়কৃষ্ণের ভুয়ো মেডিক্যাল রিপোর্ট তৈরি করা হচ্ছে বলে দাবি ইডির।

ED do not believe illness of Kalighater Kaku, slams SSKM
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 15, 2023 2:22 pm
  • Updated:December 15, 2023 2:22 pm  

গোবিন্দ রায়: আদৌ অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু? আদালতে সংশয় প্রকাশ করল ইডি। এমনকী এসএসকেএমের চিকিৎসা নিয়েও প্রশ্ন তুললেন তাঁরা। দাবি করা হল, নকল মেডিক্যাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

গ্রেপ্তারির পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। যার জেরে তাঁর কণ্ঠস্বর পরীক্ষার পরিকল্পনা থাকলেও তা করতে পারছেন না ইডি আধিকারিকরা। এই পরিস্থিতিতে সুজয়কৃষ্ণর জামিন সংক্রান্ত মামলার শুনানিতে তাঁর অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করলেন ইডির আইনজীবী। এদিন ফিরোজ এডুলজি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওর পরিপ্রেক্ষিতে আদালতে বলেন, “ওই ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সোফায় বসে গল্প করছেন সুজয়কৃষ্ণ। এদিকে এসএসকেএম বলছে, তিনি ফিট নন।”

Advertisement

[আরও পড়ুন: মদনের আচমকা খিঁচুনি, বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা]

এর পালটা কালীঘাটের কাকুর আইনজীবী বলেন, হার্টের অপারেশনের পর ধৃত জেলে গিয়েছিলেন। কিন্তু সেখানে বমি শুরু হওয়ায় ফের হাসপাতালে আনা হয়। এর পর কালীঘাটের কাকুর মেডিক্যাল সার্টিফিকেটের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে ইডি। দাবি করা হয়, সার্টিফিকেট তৈরি করা হচ্ছে। পাশাপাশি আগামিকালই সুজয়কৃষ্ণকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি চায়। দুই পক্ষের সওয়াল-জবাবের পরিপ্রেক্ষিতে ইডি হলফনামা দিতে চায় কি না তা জিজ্ঞেস করে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলা: ‘খুব ভদ্র ছেলে’, ললিতের প্রশংসা বাগুইআটির বাসিন্দাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement