সংবাদ প্রতিদিন ব্যুরো: পুরনিয়োগ মামলার তদন্তে সাতসকালে মন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) বাড়িতে ইডি। একই সঙ্গে বিধায়ক তাপস রায় ও প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বাড়ি ঘিরেছে কেন্দ্রীয় বাহিনী।
পুরসভার নিয়োগেও দুর্নীতির তদন্তভার আগেই পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অয়ন শীল-সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তাঁদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে ইডি। শুক্রবার সকালে পৌনে সাতটা নাগাদ আচমকা সুজিত বসুর লেকটাউনের বাড়িতে পৌঁছয় ইডি আধিকারিকরা। প্রায় ২০ মিনিট তাঁদের অপেক্ষা করতে হয় গেটের বাইরে। তার পর ভিতরে যান আধিকারিকরা। এদিকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে বাড়ি। রয়েছে লেকটাউন থানার প্রচুর পুলিশও। তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর।
ইডির আরেকটি দল গিয়েছে বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে। একটি দল গিয়েছে বিধায়কের বরানগরের বাড়িতে। স্থানীয় থানার পুলিশ আধিকারিররা পৌঁছে গিয়েছেন সেখানে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিকে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। প্রসঙ্গত, বেআইনি নিয়োগে নাম জড়িয়েছে সুবোধ চক্রবর্তীর। সেই কারণেই এই তল্লাশি। একের পর এক তল্লাশি নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “অনেকদিন ধরে শুনছি খেলা হবে। এবার খেলা হচ্ছে। যারা খেলেছে এতদিন, কেউ ছাড় পাবে না।” এ বিষয়ে মন্ত্রী শশী পাঁজার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.