Advertisement
Advertisement
ED Raid

ভোটের মুখে রাজারহাটের ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, চলছে তল্লাশি

পাটনার একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় এই তল্লাশি বলে খবর।

ED conducted raid in a businessman's house in Rajarhat
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 28, 2024 11:58 am
  • Updated:May 28, 2024 12:17 pm  

বিধান নস্কর, দমদম: ভোটের মুখে খাস কলকাতার রাজারহাটে পর্যটন ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা(ED Raid)। মঙ্গলবার সকালে রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় ওই ব্যবসায়ীর আবাসনে পৌঁছন আধিকারিকরা। পাটনার একটি প্রতারণা মামলায় ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি তাঁকে জেরা করা হচ্ছে বলে খবর।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সন্তোষ বর্মা। দার্জিলিং, পুরী, ভুবনেশ্বর-সহ বিভিন্ন প্রান্তে একাধিক হোটেল রয়েছে তাঁর। রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় একটি বিলাসবহুল আবাসন রয়েছে তাঁর। মঙ্গলবার সকালে ইডির আধিকারিকরা পৌঁছে যান সন্তোষ বর্মার আবাসনে। বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তল্লাশি চলছে বলেই খবর।

Advertisement

[আরও পড়ুন: হঠাৎই স্ট্রং রুমে লকেট! বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ হুগলিতে]

সূত্র মারফত জানা গিয়েছে, পাটনার একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল কলকাতার এই পর্যটন ব্যবসায়ীর। সেই মামলাতেই এই তল্লাশি। ওই ব্যবসায়ীর পাশাপাশি সংস্থার আরেক ডিরেক্টরের বাড়িতেও এদিন হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। ভোটের (Lok Sabha Election 2024) মুখে সাতসকালে অভিজাত আবাসনে ইডি হানার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

[আরও পড়ুন: হাড়-মাংস আলাদা, আধখানা কাটা মাথা, বাংলাদেশের সাংসদ খুন যেন থ্রিলার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement