Advertisement
Advertisement
Jyotipriya Mallick

Jyotipriya Mallick: অরণ্যভবন তল্লাশিতে ইডির হাতে বালুর বিপুল সম্পত্তি! উদ্ধার আরও ১০ কোটির বিমার নথি

উদ্ধার হয়েছে ৬০০ স্ট্যাম্প পেপার।

ED collected some documents of jyotipriya mallick's property from Aranya Bhawan
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 20, 2023 10:58 am
  • Updated:December 20, 2023 12:41 pm  

অর্ণব আইচ: অরণ্যভবনে হানা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) আরও ১০ কোটির বিমার হদিশ পেল ইডি। সেই সঙ্গে মিলেছে আরও কিছু নথি। যা তদন্তে সহযোগিতা করবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

রেশন দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। বর্তমানে হেফাজতে রয়েছেন তিনি। এদিকে দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া ইডি। মঙ্গলবার দুপুর ১ টা বেজে ৭ টা নাগাদ অরণ্যভবনে যান ইডির আধিকারিকরা। সোজা চলে যান নতলায়। সেখানেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর। বনমন্ত্রীর ঘরে চলছে তল্লাশি। ২০২১ পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয়। পরে বদলি হয়ে বনমন্ত্রী হন। ইডির দাবি ছিল, বনমন্ত্রী হওয়ার পর অরণ্যভবন থেকে দুর্নীতিমূলক কার্যকলাপ করেছেন তিনি। সেই কারণেই তল্লাশি।

Advertisement

[আরও পড়ুন: সাতসকালে বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, নজরে হাসপাতাল-কারখানা-গুদামও]

মঙ্গলবার দীর্ঘ তল্লাশি চালিয়ে অরণ্যভবনে জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বার থেকে ১০ কোটি টাকার বীমা ও সেই সংক্রান্ত নথি উদ্ধার করেছে ইডি। এছাড়াও বেশ কয়েকটি সম্পত্তির নথি মিলেছে নামে ও বেনামে। অন্যের নামে কেনা হলেও তদন্তকারীদের অনুমান, ওইগুলো বালুরই। এছাড়াও ৬০০ টি স্ট্যাম্প উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নথি তদন্তে কাজে লাগবে বলেই দাবি তদন্তকারীদের।

[আরও পড়ুন: ‘ডিগ্রি পেতে হলে কিছু তো দিতে হবে’, PhD গাইডের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ গবেষকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement