Advertisement
Advertisement
Shahjahan Sheikh

ডেডলাইনের প্রায় ১ ঘণ্টা পার, শাহজাহানকে হাতে পায়নি CBI, ফের হাই কোর্টে ED

শেখ শাহজাহান কার? কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও জারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বনাম রাজ্যের লড়াই। কলকাতা হাই কোর্টের দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে হস্তান্তর করেনি সিআইডি। সাসপেন্ডেড তৃণমূল নেতাকে এখনও হাতে পায়নি সিবিআই। তাই ফের আদালতের দ্বারস্থ ইডির আইনজীবীরা। বিচারপতিরা না থাকায় ফের এজলাস বসাতে অনুরোধ আইনজীবীদের।

ED appeals at Calcutta HC on Shahjahan Sheikh issue

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান

Published by: Sayani Sen
  • Posted:March 6, 2024 5:07 pm
  • Updated:March 6, 2024 5:27 pm

গোবিন্দ রায়: শেখ শাহজাহান কার? কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও জারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বনাম রাজ্যের লড়াই। কলকাতা হাই কোর্টের দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে হস্তান্তর করেনি সিআইডি। সাসপেন্ডেড তৃণমূল নেতাকে এখনও হাতে পায়নি সিবিআই। তাই ফের আদালতের দ্বারস্থ ইডির আইনজীবীরা। বিচারপতিরা না থাকায় ফের এজলাস বসাতে অনুরোধ আইনজীবীদের।

সন্দেশখালি কাণ্ডে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আদালতের তরফে ন্যাজাট এবং বনগাঁ থানার মোট তিনটি মামলার তদন্তভারই সিবিআইকে হস্তান্তর করা হয়। নির্দেশ ছিল, মঙ্গলবার বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। সেই মতো বিকেলে ভবানী ভবনে পৌঁছন সিবিআই আধিকারিকরা। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করলেও শাহজাহানকে হেফাজতে পাননি তাঁরা।

Advertisement

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে বাধা নেই সিবিআইয়ের!]

রাজ্যের হাতিয়ার ছিল সুপ্রিম কোর্টে করা রাজ্যের আবেদন। কিন্তু বুধবার সেই বাধাও কেটে যায়। বুধবার সকালে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। ফলে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে বাধা নেই সিবিআইয়ের। এদিকে, রাজ্যের বিরুদ্ধে ফের হাই কোর্টে যায় ইডি। অভিযোগ তোলে অসহযোগিতার। সেই প্রেক্ষিতে বুধবার দুপুরে বিচারপতি হরিশ ট্যান্ডন জানিয়ে দেন পুরনো রায়ই বহাল রইল।

বিকেল সোয়া চারটের মধ্যে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে বলেই জানায় হাই কোর্ট। সেই রায় অনুযায়ী নির্দিষ্ট সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে নির্দিষ্ট সময়ের পর প্রায় ঘণ্টাখানেক কেটে গেলেও শেখ শাহজাহানকে হেফাজতে পায়নি সিবিআই। তাতে ক্ষুব্ধ ইডি। ফের হাই কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিচারপতিদের ফের এজলাসে বসার অনুরোধ ইডির আইনজীবীদের।

[আরও পড়ুন: বাড়ল অঙ্গনওয়াড়ি-আশা কর্মীদের বেতন, ফেসবুকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement