Advertisement
Advertisement
ED and CBI conducts raid at two businessman's house

সপ্তাহের শুরুতেই তৎপর ইডি-সিবিআই, রানিকুঠি ও সোদপুরে ২ ব্যবসায়ীর বাড়িতে জোর তল্লাশি

ওই ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালানোর কারণ এখনও অজানা।

ED and CBI conducts raid at two businessman's house in Kolkata and Sodepur । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 5, 2022 9:43 am
  • Updated:September 5, 2022 10:49 am

অর্ণব দাস, বারাকপুর: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সকাল থেকেই তৎপর ইডি, সিবিআই। দক্ষিণ কলকাতার রানিকুঠিতে এক ব্যবসায়ীর বাড়িতে হানা সিবিআইয়ের। সোদপুরের রাজেন্দ্র পল্লিতে হানা দিয়েছে ইডি। সেখানেও এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। ইডি’র সঙ্গে রয়েছেন ব্যাংক আধিকারিকরাও। এছাড়া বাগুইআটিতে দীপঙ্কর হীরা নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। 

সোমবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে পাঁচটি গাড়ি চড়ে দশজন সিবিআই আধিকারিক সিজিও কমপ্লেক্স থেকে বেরন। রানিকুঠির ঝুনঝুনওয়ালা হাউসে পৌঁছন তাঁরা। ব্যবসায়ীর বাড়িতে আপাতত চলছে তল্লাশি। সূত্রের খবর, এখনও পর্যন্ত বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। ২০২০ সালে কয়েকশো কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ ওঠে। ওই দুর্নীতির তদন্তে রানিকুঠিতে সাতসকালে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন বলেই খবর। উল্লেখ্য, এর আগে ইডি ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল বলেই খবর।

Advertisement

[আরও পড়ুন: বাংলার সংগঠন নিয়ে ‘অসন্তুষ্ট’, পদ্মশিবিরের গোড়ায় গলদ খুঁজতে আসছেন বনসল-সতীশ]

রানিকুঠির পাশাপাশি এদিন সকাল থেকে সোদপুরের রাজেন্দ্র পল্লিতে চলছে ইডি’র তল্লাশি। ব্যবসায়ী সুব্রত মালাকারের ‘স্নেহদিয়া’য় হানা দেন আধিকারিকরা। চলছে জোর তল্লাশি। রয়েছেন ব্যাংক আধিকারিকরাও। তবে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে তা এখনও জানা যায়নি। সোদপুরের পাশাপাশি বাগুইআটিতেও হানা সিবিআই দলের। দীপঙ্কর হীরা নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। সবেমাত্র ৫ তলা বাড়ি তৈরি করেছেন দীপঙ্কর। ওই বাড়ি তৈরির টাকা কোথা থেকে পেলেন ব্যবসায়ী, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Sodepur-ED
‘স্নেহদিয়া’য় হানা ইডি’র।

উল্লেখ্য, সম্প্রতি একাধিক মামলায় অতি তৎপর ইডি, সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। উদ্ধার হয়েছে মোট ৫০ কোটি টাকা। অনুব্রত মণ্ডলও আপাতত জেল হেফাজতে। গরু পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। বীরভূম জেলা তৃণমূল সভাপতির প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। চিটফান্ড মামলায় সম্প্রতি সিবিআইয়ের জালে ধরা পড়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। তাঁর ঘনিষ্ঠ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং কামারহাটি পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এই প্রেক্ষাপটে সোমবার সকালে ইডি, সিবিআইয়ের তৎপরতা যে বেশ তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

[আরও পড়ুন: ‘আমায় আটকে রাখা খুব কঠিন’, রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত বিধায়ক তাপস রায়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement