Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

রাজ্যে এসেই ‘অ্যাকশনে’ কমিশনের বিশেষ পর্যবেক্ষক, প্রস্তুতি নিয়ে রিপোর্ট তলব

কমিশনের হিসেব অনুযায়ী কোচবিহারে ৮৫ শতাংশ স্পর্শকাতর বুথ।

Lok Sabha Election 2024: EC Special Observer seeks report from Districts

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:April 3, 2024 3:53 pm
  • Updated:April 3, 2024 5:07 pm  

সুদীপ রায়চৌধুরী: রাজ্যে এসেই অ্যাকশনে নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা। বুধবার রাজ্যে এসেই মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক সারলেন তিনি। প্রথম দফা নির্বাচন নিয়ে আলোচনা হয়। প্রথম দফা ভোটের প্রস্তুতি কেমন, কতটা প্রস্তুত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, আজ বিকেল পাঁচটার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট তলব করলেন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক।

১৯ এপ্রিল প্রথম পর্বে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ। ভোটের আগে দমকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লোকসভা কেন্দ্র অঞ্চলই। কোচবিহার কেন্দ্রের বিপর্যস্ত অঞ্চলের খোঁজ খবর নিলেন বিশেষ সাধারণ পর্যেবেক্ষক। ক্ষতিগ্রস্ত মানুষদের ভোট দান নিয়ে কী ব্যবস্থা করা হল তা জানতে চেয়েছেন আলোক সিনহা। বৈঠকের পর তাঁর কড়া নির্দেশ, কমিশনের নির্দেশ মেনে চলতে হবে।

Advertisement

[আরও পড়ুন: বিজেপিতে না এলেই ‘অব কে বার তিহাড়’! গেরুয়া শিবিরকে আক্রমণ মহুয়ার]

সূত্রের খবর, বৈঠকে কোচবিহারের পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জানতে চান অলোক সিনহা। আরিজ আফতাব জানান, কোচবিহারে ৭২ শতাংশ স্পর্শকাতর বুথ রয়েছে। এদিকে, কমিশনের হিসেব অনুযায়ী কোচবিহারে ৮৫ শতাংশ স্পর্শকাতর বুথ রয়েছে বলে জানান অলোক সিনহা। সেই অনুযায়ী, বাহিনী মোতায়েন করতে হবে বলে জানান তিনি। অর্থাৎ, একটি বিধানসভা ক্ষেত্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কমপক্ষে ১৬ কোম্পানি বাহিনী প্রয়োজন। ফলে একটি লোকসভা ক্ষেত্রের জন্য দরকার ১১২ কোম্পানি বাহিনী। ওই হিসাব অনুযায়ী ৩৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনতে হবে তিনটি আসনের জন্য। পয়লা বৈশাখের আগে রাজ্যে পর্যাপ্ত বাহিনী আসবে, কমিশন সূত্রে এমন খবর।

[আরও পড়ুন: আদৌ জোটের ভোট মিলবে? সিঁদুরে মেঘ দেখছে সিপিএম-কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement