স্টাফ রিপোর্টার: আড়াই মিনিট অন্তর চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো৷ ২০১৮ সালের জুন মাসেই চলবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের পরিষেবা৷ আগামী বছরের সেপ্টেম্বর মাস থেকে নতুন রেক আসা শুরু করবে৷ প্রথম ধাপের জন্য আসছে মোট ১৪টি রেক৷ ছ’টি করে কামরা থাকবে একেকটি রেকে৷ আড়াই মিনিট অন্তর চলবে ট্রেন৷ ফলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ কোনও যাত্রী যেতে চাইলে একটা ট্রেন মিস হলেও অপর ট্রেনের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হবে না৷ শনিবার কেএমআরসিএল ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানান সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সতীশ কুমার৷ তিনি বলেন, “প্রতিটি রেকের একেকটি কামরায় চারটি করে সিসিটিভি থাকবে৷ সবকিছু রেকর্ডিং হবে৷”
কেএমআরসিএলের তরফে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য যে টানেল তৈরি করা হচ্ছে, সেখানে সাধারণ যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৈরি হচ্ছে ওয়াক ওয়ে৷ যাতে কোনও কারণে টানেলে রেক আটকে গেলে যাত্রীরা ট্রেন থেকে নেমে হাঁটার ওই জায়গা দিয়ে এসে প্ল্যাটফর্মে উঠতে পারেন৷ পাশাপাশি নতুন যে রেকগুলো আসছে সেগুলোর দরজা এমনভাবে তৈরি যে কোনও সমস্যা হলে যাত্রীরা সরাসরি ওয়াক ওয়ে-তে নেমে যেতে পারবেন৷ অন্যদিকে এক আধিকারিক বলেন, “নতুন রেকগুলো চালক ছাড়াই চলতে পারবে৷ তবে এখানে চালকই ট্রেন চালাবেন৷ কারণ যাত্রীরা চালকহীন ট্রেন দেখলে ভয় পেতে পারেন৷”
কেএমআরসিএলের এক আধিকারিক জানান, হাওয়া প্রবেশের জন্য স্ট্র্যান্ড রোডের মুখে একটি ভেন্টিলেশন স্যাফট তৈরি করা হচ্ছে৷ এছাড়াও নতুন মেট্রোপথে মোবাইলে টাওয়ার সব সময় ধরবে৷ গঙ্গার জলের ওপরস্তরের ২৬ মিটার নিচ দিয়ে টানেল যাবে৷ টানেল হবে ৫২০ মিটার চওড়া৷
অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এতদিন ঠিক ছিল হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত হবে এই প্রকল্প৷ সম্প্রতি রাজ্য সরকার সেই প্রকল্পের এলাকা আরও বৃদ্ধি করতে চায়৷ যাতে নিউ গড়িয়া-এয়ারপোর্ট প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়া যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.