Advertisement
Advertisement

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ গোটা রাজ্য

সকাল ১০ টা ২২ নাগাদ অনূভূত কম্পন৷

Earthquake hits North Bengal. Kolkata feels shock

ছবি: প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:September 12, 2018 10:38 am
  • Updated:September 12, 2018 11:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ গোটা রাজ্য৷ আজ সকাল ১০টা ২২ নাগাদ জোড়া ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে৷ রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫৷ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ডুয়ার্স, দার্জিলিং, শিলিগুড়ি, রায়গঞ্জ, ইসলামপুর, বালুরঘাট, মালদহে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর৷ পাশাপাশি মুর্শিদাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে৷  প্রায় তিন সেকেন্ড কম্পন স্থায়ী হয় বলে জানা গিয়েছে। 

[কীভাবে বুঝবেন মারণ মোমোয় আসক্ত আপনার সন্তান?]

শহর কলকাতা সহ গোটা রাজ্যের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর৷ বিহার, অসম, ত্রিপুরায় একইভাবে আতঙ্ক ছড়িয়েছে৷ অসমের কোকড়াঝাড় এলাকা ভূমিকম্পের উৎপত্তিস্থল বলেই জানা গিয়েছে৷ ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার নীচে কম্পনের কেন্দ্র বলে জানা গিয়েছে৷ ৫.৫ মাত্রার কম্পন অনুভূত হওয়ার কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ সাধারণত, ৫ মাত্রার বেশি কম্পন হলেই ক্ষতির আশঙ্কা থেকে যায়৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি৷  

Advertisement

[হাজতে বসেই পাকিস্তানে ফোন, কমান্ডো প্রহরায় আফতাবের জেল বদল]

ভূমিকম্পের জেরে শহর জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক৷ ভয়ে বাড়ি ছেড়ে অনেকেই নেমে এসেছেন রাস্তায়৷ সল্টলেক ও ধর্মতলার অফিসপাড়ায় রাস্তায় নেমে এসেছেন বহু মানুষ৷শহর কলকাতা সহ গোটা রাজ্যের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর৷

[মুখ্যমন্ত্রীর গানে এবার ঘুরে দাঁড়ানোর শপথ এ শহরের নির্ভয়াদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement