সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃদু ভূমিকম্পে কাঁপল কলকাতা। কম্পন অনুভূত উত্তর ২৪ পরগনা। কম্পনের উৎসস্থল বাংলাদেশের সিলেট।
সোমবার সন্ধেয় কলকাতায় মৃদু কম্পন হয়। তা টের পান অনেকেই। উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জেলাও কেঁপে ওঠে। কম্পনের উৎসস্থল বাংলাদেশের সিলেট। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৫.৪। এদিনের ভূমিকম্পের ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের সংখ্যাও নেই।
এর আগে গত মাসে মাত্র আধ ঘণ্টার মধ্যে তিনবার কেঁপে ওঠে জয়পুর। প্রথমবার ভোর সাড়ে চারটে নাগাদ রাজস্থানের শহরটিতে ভূমিকম্প টের পাওয়া যায়। তারপর ৩০ মিনিটের ব্যবধানে আরও দু’বার কেঁপে ওঠে জয়পুর (Jaipur)। ঘুমের মধ্যেই কম্পন টের পেয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। উদ্বিগ্ন হয়ে টুইট করেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া (Vasundhara Raje Scindhia)। তার আগে ভূমিকম্প হয় মণিপুরেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.