ফাইল চিত্র
নব্যেন্দু হাজরা: নতুন বছরে শুরুতে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী বছরেই বাড়ছে মেট্রোর সংখ্যা। ই-পাসের ব্যবহারও কমবে বেশ খানিকটা। তবে টোকেন চালু হওয়ার এখনও কোনও সম্ভাবনা নেই। এদিকে, করোনার জেরে বর্ষশেষ কিংবা শুরুতে কোনও বিশেষ পরিষেবার বন্দোবস্ত নেই।
মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে বুধবার জানিয়েছে, এবার থেকে পুরুষ যাত্রীদের (Gents Passenger) মেট্রো যাতায়াতের ক্ষেত্রে মাত্র ৪ ঘণ্টা ই-পাস লাগবে। সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ই-পাস লাগবে তাঁদের। বাকি সময়ে মেট্রো যাতায়াতের ক্ষেত্রে লাগবে না ই-পাস। তবে মহিলা, ১৫ বছরের নীচে বয়সিদের এবং বৃদ্ধ-বৃদ্ধাদের ই-পাস লাগবে না। শনিবার এবং রবিবারেও পাতালপথে যাতায়াতে ই-পাসের প্রয়োজনীয়তা নেই। স্মার্ট কার্ড (Smart Card) দেখিয়েই করা যাবে যাতায়াত। তবে এখনও পর্যন্ত টোকেন চালুর বিষয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.