গৌতম ব্রহ্ম: আশ্বিণ পড়তেই আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ। ঝকঝকে রোদই জানান দিচ্ছে, আগমনীর আর বেশি দেরি নেই। এই মাস পেরলেই দেবীপক্ষের সূচনা হবে। তার পরই শুরু হয়ে যাবে দুর্গাপুজো। এবছরের পুজো একটু সংক্ষিপ্ত। কারণ, অষ্টমী আর নবমী এবার একইদিনে। তবু চারদিনের আনন্দে ভাঁটা পড়তে দেবে না উৎসবপ্রিয় বাঙালি। পুজোর দিনগুলোয় মণ্ডপ দর্শনে (Durga Puja Parikrama) জনতার ঢল নামবেই। যাঁরা পুজোয় জমিয়ে ঘুরতে চান, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করছে রাজ্য পর্যটন দপ্তর। বনেদি বাড়ি হোক কিংবা কলকাতার নামী সব মণ্ডপ, তিন-চারদিনের জন্য আপনার জন্য দারুণ প্যাকেজ এনেছে দপ্তর। জেনে নিন খুঁটিনাটি।
ক্যালেন্ডারের হিসেব বলছে, এবছর ষষ্ঠী ৯ অক্টোবর। কিন্তু প্রতিবারই মহালয়া থেকে শুরু হয়ে যায় কলকাতার দুর্গোৎসব। তাই পর্যটন দপ্তরের শারদোৎসব প্যাকেজ ২০২৪ নামে এই ভ্রমণও শুরু হচ্ছে আগে থেকে। বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দপ্তর। পুজোর আগে থেকে পুজো পর্যন্ত মোট চারদিন শীতাতপ নিয়ন্ত্রিত বাসে ঘোরানো হবে আগ্রহী দর্শকদের। তালিকায় রয়েছে কলকাতা ও পাশের জেলা হুগলি। থিম থেকে সাবেকি – সবরকম পুজো দেখার সুযোগ পাবেন আপনি।
পর্যটন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ ও ৭ অক্টোবর এবং ১০ ও ১১ অক্টোবর – এই চারদিন মণ্ডপ দর্শনের ব্যবস্থা থাকছে।
১. ৬ ও ৭ অক্টোবর ‘উদ্বোধনী’। ওইদিন রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত দেখতে পাবেন কলকাতার সমস্ত সর্বজনীন পুজোমণ্ডপগুলি।
২. ১০ ও ১১ অক্টোবর ‘সনাতনী’। সকাল ৮টা থেকে রাত ১২.৩০ পর্যন্ত কলকাতার বনেদী বাড়ির পুজোগুলি দেখার সুযোগ পাবেন আপনি।
৩. ওই একইদিনে অর্থাৎ ১০ ও ১১ অক্টোবর হুগলি সফরের ব্যবস্থাও রয়েছে। ওইদিন সকাল ৭ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত হুগলির সমস্ত ঐতিহ্যবাহী পুজো দেখানো হবে।
সুতরাং, নিজেরা বাড়িতে বসে মাথা ঘামিয়ে পুজোর প্ল্যান না করে বরং রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গেই যোগাযোগ করুন। নির্ঝঞ্ঝাটে পুজোর কটা দিন ঘুরে বেড়াতে পারবেন। এর খরচ অবশ্য এখনও জানায়নি দপ্তর। বুকিংয়ের জন্য সরাসরি পর্যটন দপ্তরের কার্যালয় অর্থাৎ বিবাদী বাগের অফিসেই যোগাযোগ করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.