Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Donation

দুর্গাপুজোয় রাজ্যের ক্লাবগুলিকে অনুদান, ‘খয়রাতি কেন?’, হাই কোর্টে ফের মামলা

চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।

Durga Puja donations to clubs, suit filed in court । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 18, 2023 2:56 pm
  • Updated:September 18, 2023 2:56 pm  

গোবিন্দ রায়: দুর্গাপুজোয় রাজ্যের ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।

দুর্গাপুজোর আয়োজনে প্রথমে ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ থেকে ৬০ হাজার হয়ে বর্তমানে অনুদানের পরিমাণ বেড়ে ৭০ হাজার টাকা করা হয়েছে। বিগত বছরগুলিতে রাজ্য সরকারের অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সৌরভ দত্ত।

Advertisement

[আরও পড়ুন: ED আধিকারিক সেজে খাস কলকাতায় লুঠপাট, পুলিশের জালে সঙ্গিনী-সহ যুবক]

এবার ৭০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্তকে ফের চ্যালেঞ্জ জানান মামলাকারী সৌরভ দত্ত। গত বছরের জনস্বার্থ মামলার আবেদনের সঙ্গে এই মামলাটিকে সংযুক্ত করার আবেদন জানান তিনি। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। নতুন আবেদন করার অনুমোদন দেন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে।

[আরও পড়ুন: ব্যাঙ্কে জমার নামে আমানতকারীদের বিপুল টাকার প্রতারণা, পুলিশের জালে দুই এজেন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement