Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

এবারও কলকাতায় দুর্গাপুজোর আগেই শুরু পুজো, একছাদের নিচে ২৬টি মণ্ডপ! ব্যাপারটা কী?

ইউনেস্কোর 'উৎসবে'ও জায়গা পেল দুর্গাপুজো আর্ট।

Durga Puja Art of Kolkata included in celebration of 20th anniversary of UNESCO's recognition | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 8, 2023 2:11 pm
  • Updated:October 2, 2023 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো মানে জাতি-ধর্ম-বর্ণের বাধা পেরিয়ে উৎসবে মেতে ওঠা। বৈরিতা ভুলে রাত জাগার আনন্দ। ক্ষুদ্র ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থের জোগান। দুর্গাপুজো মানে আরও অনেক কিছু। আর পুজোর বিস্তারের সঙ্গে সঙ্গে জন্ম হচ্ছে নতুন সৃষ্টির। দুর্গার আরাধনাকে কেন্দ্র করে শিল্পী নিপুণ হাতে নিজের শিল্পকর্মের নিদর্শন তুলে ধরছেন মানুষের সামনে। যা মুগ্ধ করছে দর্শককে। খুলে যাচ্ছে সৃজনের নয়া পথ। অনন্য চিন্তাধারা আর সৃজনে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে পুজো আর কারিগরি। যার সর্ববৃহৎ উদাহরণ কলকাতার দুর্গাপুজো। জাঁকজমক, সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য আর সৃজনের হাত ধরেই তো আজ বিশ্বমঞ্চে বন্দিত বাংলার এই পুজো। মিলেছে ইউনেস্কোর স্বীকৃতি। আর এবার ইউনেস্কোর অননুভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ২০ তম বর্ষপূর্তিতেও জায়গা করে নিল দুর্গাপুজো (Durga Puja 2023)।

ইউনেস্কোর (UNESCO) তরফে জানানো হয়েছে, ২০০৩ সালের ১৭ অক্টোবর অননুভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ শুরু করেছিল এই সংস্থা। এবার তার ২০ তম বর্ষপূর্তি। আর সেখানে স্থান পাচ্ছে দুর্গাপুজো আর্টের কাজ। স্বাভাবিক ভাবেই এহেন স্বীকৃতিতে নতুন উৎসাহ আর উদ্যমে এবার দুর্গাপুজো আর্টের আয়োজন করতে চলেছে মাসআর্ট। ব্রিটিশ কাউন্সিল এবং ইউনেস্কোর সহযোগিতায় আগামী ১১-১৫ অক্টোবর হবে এবারের দুর্গাপুজো আর্ট।

Advertisement

[আরও পড়ুন: বিপদের বন্ধু! হিমাচলের প্রাকৃতিক বিপর্যয়ে ১ কোটি টাকা সাহায্য দিল রাজ্য সরকার]

গত বছরই প্রথমবার পথচলা শুরু হয় দুর্গাপুজো আর্টের (Durga Puja Art)। ট্র্যাডিশনাল, বনেদি এবং সমসাময়িক শিল্পের পুজো মিলিয়ে মোট ২৬টি পুজো প্রদর্শিত হয়েছিল। প্রাকপুজো এই প্রদর্শনই যেন পুজোর মেজাজ বেঁধে দিয়েছিল। একছাদের নিচে নানা শিল্পের সাক্ষী হতে পেরেছিলেন পুজো তথা শিল্পপ্রেমীরা। মাসআর্টের সহ-সভাপতি সায়ন্তন মৈত্র জানান, “গত বছর প্রথমবার এই প্রাক পুজো প্রদর্শনীর আয়োজন করেছিলাম আমরা। প্রথম বছরেই দারুণ সাড়া মিলেছিল। এবারও তাই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অক্টোবরে আবারও এই প্রদর্শনী হতে চলেছে। গতবার প্রায় ২০ হাজার মানুষ এই শো উপভোগ করতে পেরেছিলেন। এবার আরও বেশি দর্শক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।”

শহর কলকাতার বেশ কিছু পুজোর নামী শিল্পীদের বেছে নেওয়া হয়েছে এই শোয়ে অংশ নেওয়ার জন্য। এবারও টাউন হলে দুর্গাপুজোর শিল্প এবং ঐতিহ্যের সাক্ষী হতে পারবেন আপনিও। এককথায় পুজোর আগেই পুজোর সুর বেঁধে দিতে এবার প্রস্তুত মাসআর্ট।

[আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! খাস কলকাতার হোমে টানা ১০ বছর ধরে লাগাতার ‘ধর্ষণ’ দুই নাবালিকাকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement