সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো শেষ অলিগলি…। আকাশে বাতাসে শুধুই বিষাদের সুর। তবে বিসর্জন মানেই তো শেষ নয়। নতুন করে শুরু। শুরু আগামী বছরের(Durga Puja 2025) প্রস্তুতি ও পরিকল্পনা। ‘আসছে বছর আবার হবে’ স্লোগান তুলে এক মুহূর্ত অপচয় না করে আগামী বছরের জন্য শিল্পীর খোঁজ শুরু করে দিল বারোয়ারিগুলি। কোনও কোনও ক্লাব তো পরের বছরের থিম শিল্পীর নামও ঘোষণা করে দিল। চলুন জেনে নেওয়া যাক, আগামী বছর কোন পুজোর দায়িত্ব পেলেন কোন শিল্পী।
এবছর ছ’টি মণ্ডপের সৃজনের নেপথ্যে ছিলেন শিল্পী অনির্বাণ দাস। তাঁর শিল্পীসত্ত্বার হাত ধরে সেসব ক্লাবে এসেছে বহু পুরস্কারও। সব ঠিকঠাক থাকলে আগামী বছরও হাফডজন পুজোরই দায়িত্বে তিনি। চলতি বছর দমদম পার্ক তরুণ সংঘকে ‘মুক্তধারা’র ভাবনায় সাজিয়েছিলেন অনির্বাণ। আগামী বছরও তাঁকেই শিল্পী হিসেবে বেছে নিল দমদমের জনপ্রিয় পুজো কমিটি। একইভাবে আহিরীটোলা সর্বজনীনও এবারের মতো আগামী বছর ভরসা রাখছে অনির্বাণ প্যান্ডেলওয়ালার উপরই। গত দুবারের মতো ২০২৫ সালেও দক্ষিণদাড়ি সর্বজনীন সাজাবেন অনির্বাণ। আবার উত্তর কলকাতার আর এক নামজাদা পুজো কাশী বোস লেনের মণ্ডপসজ্জার দায়িত্ব পেলেন অনির্বাণ। এদিকে আলিপুর সর্বজনীন নজর কেড়েছিল ‘বহুরূপী’ থিমে। আগামিবারও অনির্বাণকেই সঙ্গে পাচ্ছেন উদ্যোক্তারা।
শিল্পী সুশান্ত পালের সৌজন্যে অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে টালা প্রত্যয়ের পুজো। দুর্গা পুজো শিল্পে দর্শনার্থীদের বিস্মিত করেছে টালা প্রত্যয়। তাই আগামী বছর নিজেদের শতবর্ষের উদযাপনে সুশান্ত পালের নামই শিল্পী হিসেবে ঘোষণা করেছে তারা। দক্ষিণ কলকাতার সন্তোষপুর ত্রিকোণ পার্কও এবারের শিল্পীতেই হয়তো ভরসা রাখতে চলেছে। এবার থিম ‘উদযাপনে’র শৈল্পিক উপদেষ্টা হিসেবে ছিলেন জয়শ্রী বর্মণ। সমগ্র ভাবনায় ছিলেন অসীম পাল। সেই জুটিকেই আগামী বছরের জন্য প্রস্তাব দেওয়া হবে বলে খবর। এদিকে দক্ষিণের আরেক পুজো পূর্বাচল শক্তি সংঘে পরপর দুবার বহু পুরস্কার এসেছে শিল্পী পার্থ দাশগুপ্তের হাত ধরে। সুতরাং আরও একবার তাঁকেই চাইছেন এই পুজোর উদ্যোক্তারা।
শিল্পী ভবতোষ সুতারের দুটি পুজোই এবার সাড়া ফেলেছিল তিলোত্তমায়। অর্জুনপুর আমরা সবাই ক্লাব তাই ২০২৫ সালেও অন্য কোনও শিল্পীর কথা ভাবছেই না। তবে সল্টলেক এ কে ব্লক অ্যাসোসিয়েশন এখনও শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এদিকে, আগামী বছর দক্ষিণ কলকাতায় নিজের পুরনো পুজোয় ফিরতে পারেন শিল্পী প্রদীপ দাস।
সবমিলিয়ে, শারোদৎসব শেষ হতেই আগামী বছরের তোড়জোড় শুরু করে দিলেন বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.