Advertisement
Advertisement

Breaking News

Kolkata Durga Puja 2024

মায়ের হাতে মায়ের বোধন! বাঙ্গুর অ্যাভিনিউ রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের পুজোয় নারীরই প্রাধান্য

এবার ৭০তম বর্ষে পদার্পণ করল এই পুজো।

Durga Puja 2024: Bangur Avenue Residents Association celebrates 70th years of Puja
Published by: Biswadip Dey
  • Posted:October 5, 2024 3:07 pm
  • Updated:October 5, 2024 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা আসছেন। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। মাঝে মাঝে বৃষ্টির চোখরাঙানি থাকলেও সারা বছরের অপেক্ষার কাছে তা কোনও বাধাই নয়। নানা মণ্ডপে নানা থিমের বাহার। নানা পরিকল্পনা। যদিও বাঙ্গুর অ্যাভিনিউ রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের পুজো(Kolkata Durga Puja 2024) থিমের জোয়ারে ভাসছে না। থিমের জায়গায় বেশি গুরুত্ব পায় ভাবনা। সাবেকি ভাবেই সম্পন্ন হবে পুজো। যেমনটা গত কয়েক দশক ধরেই হচ্ছে। এবার এই পুজো পদার্পণ করবে ৭০ বছরে।

Advertisement

Durga Puja 2024: Bangur Avenue Residents Association celebrates 70th years of Puja

এখানকার পুজোর বড় বৈশিষ্ট্য মহিলাদের প্রাধান্য। পুজোর সাধারণ সম্পাদক দীপালোক দত্ত জানাচ্ছেন, চাঁদা তোলা, ঠাকুর আনা, পুজোর জোগাড়, বিসর্জন সবেতেই মুখ্য ভূমিকা মহিলাদেরই। যার সঙ্গে মিলে যাচ্ছে তাঁদের এবারের পুজো ভাবনাও। মায়ের বোধন নারীশক্তির হাতে।

এবারের প্রতিমা শিল্পী মোহনবাঁশি রুদ্রপাল। জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। নির্মাণ করছে শ‍্যামাশ্রী ডেকরেটর্স।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub