ছবি: প্রতীকী
নব্যেন্দু হাজরা: দুর্গাপুজোর (Durga Puja 2023) চারদিনই কি মদের দোকান খোলা থাকবে? নাকি দশমীতে বন্ধ? পুজোর দিনগুলোয় মদের (Wine) দোকানের শাটার খোলা না বন্ধ থাকবে, তা নিয়ে আগ্রহের শেষ থাকে না সুরাপ্রেমীদের। এবার তাঁরা কিছুটা হলেও হতাশ হতে পারেন।
পুজোয় মদের দোকান (Wine Shop) খোলা নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। বলা হয়েছে, কোনও মদ বিক্রেতা চাইলে দুর্গাপুজোর অষ্টমী এবং দশমীর দিন দোকান বন্ধ রাখতে পারেন। তবে সেটা অনুমতিসাপেক্ষ। সেক্ষেত্রে পুজোয় দোকান বন্ধ রাখতে ইচ্ছুক বিক্রেতাদের আবেদন করতে হবে জেলা আবগারি দপ্তরের কাছে। ওই দপ্তর এলাকাগতভাবে আবেদন বিবেচনা করে এক দিন বা দু’দিন বন্ধ রাখার অনুমতি দেবে। ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক জেলাশাসককে (DM)।
২০১৬ সাল থেকে পুজোয় সব দিনই মদের দোকান খোলা রাখা সংক্রান্ত নির্দেশিকা বের হয়েছিল। কিন্তু খুচরো বিক্রেতাদের একাংশের দাবি ছিল, পুজোয় কর্মচারীদের কথা মাথায় রেখে ছুটির (Holiday) ব্যবস্থা করা হোক। এ বার সেই দাবি মেনে প্রথম বার রাজ্য সরকার বিশেষ এক নির্দেশ দিল।
প্রসঙ্গত, অতীতে দুর্গাপুজোর সময়ে দেড় দিন বন্ধ থাকত রাজ্যের সব মদের দোকান। অষ্টমীতে গোটা দিন এবং দশমীতে বিকেল ৫টার পরে। ২০১৫ সাল পর্যন্ত প্রতি বৃহস্পতিবার রাজ্যের সব মদের দোকান ‘ড্রাই ডে’ হিসাবে বন্ধ থাকত। ফলে পুজোর মধ্যে কোনও বৃহস্পতিবার থাকলে ‘ড্রাই ডে’ হিসাবে সে দিনও দোকান বন্ধ রাখতে হত বিক্রেতাদের। কিন্তু ২০১৬ সাল থেকে একে একে সব নিয়মই বদলে যায়। পুজোয় দেড় দিনের ছুটির পাশাপাশি উঠে যায় বৃহস্পতিবারের নির্দিষ্ট ‘ড্রাই ডে’ (Dry Day)। প্রথমে ঠিক হয়, প্রতিটি দোকান সপ্তাহের যে কোনও একটি দিন বন্ধ রাখলেই চলবে। তবে সেই দিনটি ঠিক করে দিত আবগারি দপ্তর।
এবার রাজ্য আবগারি দপ্তর পুজোয় দোকান বন্ধ রাখার নিয়ম জানিয়ে গত ৯ অক্টোবর প্রত্যেক জেলায় নির্দেশ পাঠিয়েছে। এখন রাজ্যে মোট পাঁচটি দিন মদের দোকান বন্ধ থাকে – প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, মহরম এবং গান্ধীজয়ন্তীতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.