সুব্রত বিশ্বাস: দু’বছর ধরে কোভিডের (COVID-19) কোপে অধরা ছিল আনন্দ। তা যে এবার বাঁধভাঙা উচ্ছ্বাসে পরিণত হবে, সে বিষয়ে সম্যক ধারণা রয়েছে প্রশাসনের। পুজোয় (Durga Puja) ভিড় বাড়বে পথঘাটে। রাতভর ঠাকুর দেখার লাইনও বাড়বে। যাতে মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন সেজন্য রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। শিয়ালদহ (Sealdah) ডিভিশন সপ্তমী থেকে নবমী প্রতি রাতে কুড়িটি বাড়তি ট্রেন চালানো হবে।
শিয়ালদহ-দমদম-নৈহাটি-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ, রানাঘাট-বনগাঁ ও শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে বাড়তি ট্রেন। একঝলকে দেখে নিন রাতে কখন, কোন শাখায় ট্রেন পাওয়া যাবে –
অন্যদিকে, হাওড়া (Howrah) থেকেও নানা ডিভিশনে চলবে বাড়তি ট্রেন –
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.