Advertisement
Advertisement

Breaking News

Durga Bharat Samman

Durga Bharat Samman: দুর্গাপুজোতে নবান্ন বনাম রাজভবন, ‘দুর্গাভারত সম্মান’ দেবেন রাজ্যপাল

গোটা ভারত থেকে মনোনয়ন জমা দেওয়া যেতে পারে।

Durga Bharat Samman: WB Governor & Mamata Banerjee likely to face conflict
Published by: Sayani Sen
  • Posted:September 27, 2023 4:02 pm
  • Updated:September 27, 2023 7:06 pm  

সুদীপ রায়চৌধুরী: দুর্গাপুজোতেও এবার নবান্নকে টক্কর রাজভবনের। ‘দুর্গাভারত সম্মান’ (Durga Bharat Samman) দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার রাজভবনের তরফে একথাই জানানো হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই রাজভবনের তরফে মনোনয়নও চেয়ে পাঠানো হয়েছে।  আচমকা কেন রাজভবনের তরফে ‘দুর্গাভারত সম্মান’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে বিভিন্ন মহলে শুরু জোর জল্পনা।   

রাজভবনের বিবৃতি অনুযায়ী মোট ১১টি বিভাগে পুরস্কৃত করা হবে।

Advertisement
  • শিল্পকলা: সংগীত, আঁকা, স্থাপত্য, ছবি, সিনেমা, থিয়েটার, আদিবাসী শিল্পকলা।
  • যেকোনও সমাজসেবামূলক কাজ।
  • আইন ও সমাজের প্রতি অবদান।
  • বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং: পরমাণু বিজ্ঞান, মহাকাশ প্রকৌশল।
  • তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান সংক্রান্ত গবেষণা
  • বাণিজ্য এবং শিল্প: ব্যাঙ্ক, অর্থনীতি, ম্যানেজমেন্ট, পর্যটনের প্রচার, ব্যবসা।
  • চিকিৎসা: গবেষণা, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, সিদ্ধা, অ্যালোপাথি, নেচারোপ্যাথি।
  • সাংবাদিকতা, শিক্ষকতা, প্রকাশনা।
  • সাহিত্য, কবিতা, শিক্ষার প্রচার, সাক্ষরতার প্রচার প্রশাসনিক কর্মীদের দক্ষতা।
  • খেলাধূলা।
  • অন্যান্য: ভারতীয় সংস্কৃতির প্রচারক, মানবাধিকার রক্ষা, বন্যপ্রাণ সংরক্ষণে উদ্যোগী।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা, অভিষেকের অফিসের পাশেও আন্দোলনকারী মিছিল]

তিনটি বিভাগে ‘দুর্গাভারত সম্মান’ (Durga Bharat Samman) কে ভাগ করা হয়েছে।

  • ‘দুর্গাভারত পরম সম্মান’ প্রাপক পুরস্কার পাবে ১ লক্ষ টাকা।
  • ‘দুর্গাভারত সম্মান’ প্রাপক পাবেন ৫০ হাজার টাকা।
  • ‘দুর্গাভারত পুরস্কার’ প্রাপককে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

আগামী শনিবারের মধ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে। [email protected] এই ই-মেল আইডিতেই পাঠাতে হবে আবেদন। উল্লেখ্য, UNESCO’র স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো (Durga Puja 2023)। তবে তার আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুজো উদ্যোক্তাদের ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ দেন। দুর্গাপুজোর কার্নিভালের আয়োজনও করেন। তবে রাজভবনের তরফে এমন উদ্যোগ আগে কখনই নেওয়া হয়নি। চলতি বছরের এই উদ্যোগ নবান্নকে টক্কর দেওয়ার লক্ষে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: ৭ বছর ধরে থমকে সেতু নির্মাণের কাজ, কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল, অবস্থানে সাংসদ শতাব্দী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement