রবিবারই একটি বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো রেল (Kolkata Metro Railway) জানায়, মেট্রো পরিষেবার ম্যাপে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই স্টেশনটি। বিমানবন্দর হয়ে নোয়াপাড়া-বারাসত মেট্রো রুটটিই গিয়ে যুক্ত হবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের (Dum Dum Cantonment) সঙ্গে। ইতিমধ্যেই এই রেল স্টেশন লাগোয়া মেট্রো স্টেশনটি তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে। এর ফলে পূর্ব রেলের সঙ্গে মিশে যাবে মেট্রো লাইন। অর্থাৎ যাঁরা বনগাঁ, বসিরহাট, টাকি কিংবা হাসনাবাদ থেকে শিয়ালদহ শাখায় যাতায়াত করেন, তাঁদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। অনেক কম সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ওই যাত্রীরা।
পাশাপাশি হাওড়া, হুগলি, বারাকপুর থেকে আসা যাত্রীরা সহজেই নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্টে পৌঁছে যাবেন। মেট্রো রেলের আশা, ২০৩৫ সালের মধ্যে এই স্টেশনটি প্রতিদিন অন্তত ৬৬ হাজার মানুষ ব্যবহার করবেন। নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে থাকছে ৬টি চলন্ত সিঁড়ি, তিনটি লিফ্ট, সাতটি সিঁড়ি। যদিও পরিষেবা কবে থেকে শুরু হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।
২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।
চোখ রাখুন