ছবিটি প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিশুমৃত্যুতে কাঠগড়ায় এনআরএস হাসপাতাল। শিশুর পরিবারের অভিযোগ, নিম্নমানের সুতো সুতো দিয়ে একাধিকবার অস্ত্রোপচারের কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। লাগাতার সুতোর কারণে এই ধরণের ঘটনার পরও কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না হাসপাতাল? উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, মালদার গাজোলের বাসিন্দা মৃত ওই শিশুটি। মলদ্বারের সমস্যা নিয়ে চলতি মাসের ১৬ তারিখ এনআরএস হাসপাতালে ভরতি করা হয় ওই খুদেকে। ১৭ তারিখ প্রথম অস্ত্রোপচার হয় তার। সুতো ছিঁড়ে যাওয়ায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয় খুদের। এরপর চিকিৎসকরদের তত্ত্বাবধানেই ছিল শিশুটি। শনিবার সন্ধেয় হঠাৎই চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে খুদের। এরপরই অভিযোগ উঠতে শুরু করে যে অস্ত্রোপচারে নিম্নমানের সুতো ব্যবহারের কারণেই এই পরিণতি খুদের। যদিও দু’বার অস্ত্রোপচারের বিষয়টি স্বীকার করে নিলেও নিম্ন মানের সুতো ব্যবহার প্রসঙ্গে মুখে কুলুপ এসেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই নিম্ন মানের সুতো দিয়ে পরপর তিনবার অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছিল এক সদ্যোজাতের। কার্যত একই অবস্থা হুগলির শেখ শামিমের। আট বছরের ওই শিশু খেলতে গিয়ে মলদ্বারে চোট পায়। এনআরএসে নিয়ে আসা হলে সেখানে অস্ত্রোপচারও হয়। কিন্তু সেলাই কাটার পর হঠাৎই সংক্রমণ ছড়িয়ে পড়ে তার সারা শরীরে। অন্যদিকে একই কারণে একই হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছে যাদবপুরের বাসিন্দা ১৫ দিনের এক খুদে। অস্ত্রোপচারের পর নিজে থেকে সেলাই খুলে যাওয়ায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয় তাঁর মলদ্বারে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই খুদেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.