Advertisement
Advertisement
Local Trains

চলছে সিগন্যালিংয়ের কাজ, শিয়ালদহের বিভিন্ন শাখায় আগামী ৩ দিন বাতিল একাধিক ট্রেন

দেখে নিন বিস্তারিত তালিকা।

Due to work of automatic interlocking system, many local trains will be cancelled and express trains will be diverted for next 3 days | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 7, 2023 7:04 pm
  • Updated:March 7, 2023 7:11 pm

সুব্রত বিশ্বাস: অটোম্যাটিক সিগন্যাল, থার্ড লাইনের কাজ। রেলের একাধিক কাজ চলায় আগামী কয়েকদিন শিয়ালদহের (Sealdah) বিভিন্ন শাখায় একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল। তার বিস্তারিত তালিকা প্রকাশ করল রেল। আগামী ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন রুটে বাতিল (Cancellation) ট্রেন। তার মধ্যে বেশিরভাগই কল্যাণী সীমান্ত ও নৈহাটি লোকাল।

৮, ৯ ও ১০ মার্চ অর্থাৎ বুধ, বৃহস্পতি ও শুক্রবার একাধিক শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত ও শিয়ালদহ-নৈহাটি লোকাল বাতিল। এছাড়া নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জারও বাতিল করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দোলে শান্তিনিকেতনে বিচারপতি গঙ্গোপাধ্যায়, আবেগঘন জনতার স্লোগান ‘আপনি ভগবান’]

৮ মার্চ বাতিল মোট ৩টি ট্রেন – ০৩১৩৯ আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল ৩১১৯১ আপ ও ডাউন নৈহাটি-কল্যাণী সীমান্ত এছাড়া ০৩১৯৮ ডাউন লালগোলা-শিয়ালদহ ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনটি শিয়ালদহের বদলে চলবে রানাঘাট (Ranaghat) পর্যন্ত। ৩১৩৪১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের (Kalyani Simanta) বদলে চলবে নৈহাটি পর্যন্ত। দূরপাল্লার বেশ কিছু ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। ডাউন বালিয়া-শিয়ালদহ, মুজাফ্ফরপুর-কলকাতা, গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস নৈহাটির বদলে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ৯ মার্চ পর্যন্ত তিস্তা-তোর্সা ও গৌড় এক্সপ্রেসকে ব্যান্ডেলের দিক দিয়ে ঘোরানো হতে পারে।

জানা গিয়েছে, ৯ তারিখ রাত সাড়ে ১১টা থেকে ভোর ৩টে পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে আপ ও ডাউন লাইনে। ওই দিন নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। দুটি এক্সপ্রেস ট্রেনেরও রুট বদল করা হচ্ছে।

[আরও পড়ুন: বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা! মৃত অন্তত ৮, জখম শতাধিক]

১০ মার্চ বাতিলের তালিকায় –

  • ৫ টি নৈহাটি লোকাল
  • ৬টি কল্যাণী সীমান্ত লোকাল
  • ৩টি কৃষ্ণনগর লোকাল
  • ২টি শান্তিপুর লোকাল
  • ২টি ব্যন্ডেল লোকাল
  • ১টি করে বর্ধমান ও কাটোয়া লোকাল

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement