অর্ণব আইচ: বসন্তেই বাংলায় দাবদাহের পরিস্থিতি। চড়চড়িয়ে বাড়ছে পারদ। পরিস্থিতি বিচার করে কলকাতায় কর্তব্যবত ট্রাফিক পুলিশের ডিউটির সময়ে কাটছাঁটের সিদ্ধান্ত। বুধবার বিভিন্ন ট্রাফিক গার্ড পরিদর্শন করে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানান, আপাতত ৮ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা ডিউটি করবেন ট্রাফিক পুলিশ কর্মীরা।
চৈত্রের শুরুতেই গরমে নাজেহাল আমজনতা। বাড়ি থেকে বেরতে না বেরতেই গলদঘর্ম হাল। ভরা বসন্তেই বৃষ্টির অপেক্ষায় কার্যত চাতক পাখির মতো অবস্থা সকলের। এই দাবদাহের মাঝেই ৮ ঘণ্টা চড়া রোদে দাঁড়িয়ে কাজ করছেন ট্রাফিক পুলিশ কর্মীরা। বুধবার সকালে বিভিন্ন ট্রাফিক গার্ড পরিদর্শন করেন পুলিশ কমিশনার। এরপরই তিনি বলেন, গরমে রাস্তায় নেমে কাজ করার জন্য ট্রাফিক পুলিশ কর্মীদের সুস্থ থাকাটা সবার আগে প্রয়োজন। সেই কারণেই ডিউটির সময় ২ ঘণ্টা কমিয়ে দেন। অর্থাৎ এবার ৬ ঘণ্টা করে ডিউটি করতে হবে তাঁদের। পাশাপাশি ট্রাফিক পুলিশকর্মীদের ওআরএস, ছাতা ও পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হয়।
প্রসঙ্গত, হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকেই বদলাবে আবহাওয়া। আজ, ১৯ শে মার্চ থেকে পশ্চিমের জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। ২০ মার্চ, বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বেশি বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে। ২১শে মার্চ, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে। সব জেলাতেই ঝড়ের সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.