Advertisement
Advertisement
Duare Sarkar

আগামী মাসেই রাজ্যে ফের শুরু ‘দুয়ারে সরকার’, মিলবে অতিরিক্ত ২ পরিষেবা

'দুয়ারে সরকার' শিবিরে কোন কোন পরিষেবা পাওয়া যাবে?

Duare Sarkar camp to starts from 1st September । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2023 6:24 pm
  • Updated:August 3, 2023 6:34 pm  

গৌতম ব্রহ্ম: ফের রাজ্যে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’। ১-১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘দুয়ারে সরকার’। এবার ওই শিবির থেকে মোট ৩৫টি পরিষেবা পাওয়া যাবে। এবারই প্রথমবার পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও বৃদ্ধদের পেনশনের প্রকল্পও ‘দুয়ারে সরকার’ শিবিরে যুক্ত হয়েছে। বৃহস্পতিবার এই মর্মে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোট ৩৫টি সরকারি প্রকল্পের কাজ হবে আসন্ন ‘দুয়ারে সরকার’ শিবিরে। যার মধ্যে উল্লেখযোগ্য – খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, রূপশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্প। এবারই প্রথমবার ‘দুয়ারে সরকার’ শিবির থেকে পাওয়া যাবে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও বৃদ্ধদের পেনশনের প্রকল্প। ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জনসংযোগ ও আবেদনপত্র গ্রহণের কাজ। আর ১৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথিপত্র। ছুটির দিন এবং রবিবারে শিবির হবে না।

Advertisement

[আরও পড়ুন: Madan Mitra: ‘ওঁর জায়গায় আমি হলে…’, নুসরত বিতর্কে মুখ খুললেন মদন]

২০২০ সালের ডিসেম্বর থেকে রাজ্যে নাগরিক পরিষেবা প্রদানের জন্য ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এর ব্যাপক সাফল্যের পর ‘পাড়ায় সমাধান’ও চালু হয়। উদ্দেশ্য একটাই, সরকারি কাজে লাল ফিতের ফাঁস কাটিয়ে আরও দ্রুত সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই প্রকল্পও বেশ সাড়া ফেলে এবং সর্বস্তরের মানুষজন উপকৃত হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে সরকার’ প্রকল্পের প্রশংসা করেছে কেন্দ্রও। ‘ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এ দিল্লি থেকে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে এই প্রকল্প।

[আরও পড়ুন: Kalighater Kaku: সুজয়কৃষ্ণের অসুস্থতা নিয়ে অব্যাহত জটিলতা, কীভাবে চিকিৎসা চায় ইডি? জানতে চাইল হাই কোর্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement