স্টাফ রিপোর্টার: বেলুড়ে ক্যানসার আক্রান্ত এক যুবককে এলাকার কিছু মদ্যপ যুবক বেধড়ক মারধর করল৷ মারধর এমন পর্যায়ে পৌঁছল যে ঠান্ডা পানীয়র ভাঙা বোতল দিয়ে তাঁর মাথায় আঘাত পর্যন্ত করা হল৷ এই ঘটনায় বেলুড়ের গিরিশ ঘোষ রোডের বাসিন্দা ৩৫ বছরের শেখ মিরাজ আলিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে হাওড়ার জয়সওয়াল হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে সেখান থেকে মিরাজকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
ঘটনার সূত্রপাত রবিবার রাতে৷ এদিন রাত ৯টা নাগাদ অফিস থেকে ফিরে গিরিশ ঘোষ রোডের ডন বস্কো মোড়ে একটি পানের দোকানের সামনে বাইক রাখছিলেন শেখ মিরাজ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিল কিছু মদ্যপ যুবক৷ পানের দোকানের সামনে নিজের বাইকটি রাখতে গিয়ে মদ্যপদের একজনের পায়ে বাইকটির পিছনের অংশ লেগে যায়৷ তাতেই ক্ষুব্ধ হয়ে মদ্যপ যুবকরা শেখ মিরাজকে গালিগালাজ দিতে শুরু করে ও তাঁর উপর চড়াও হয়৷ গলায় ক্যানসার আক্রান্ত একটি বেসরকারি সংস্থায় চাকুরিরত মিরাজ বিগত তিন বছর ধরে চিকিৎসাধীন৷ মদ্যপ যুবকদের উদ্দেশে হাতজোড় করে তিনি বলতে থাকেন, অসুস্থ বলে বুঝতে না পারায় বাইকের পিছনের অংশ ওই যুবকের পায়ে লেগে গিয়েছে৷ এজন্য তিনি দুঃখিত৷
কিন্তু ওই মদ্যপ যুবকরা তাঁর কথায় কর্ণপাত করেনি৷ পাশে মিষ্টির দোকান থেকে ঠান্ডা পানীয়র বোতল তুলে তা ভেঙে শেখ মিরাজ আলির মাথায় আঘাত করে৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ শেখ মিরাজের ভাই শেখ বাবুলাল ও স্থানীয় বাসিন্দারা বেলুড় থানায় ওই মদ্যপ যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ এই ঘটনায় বেলুড় থানার পুলিশ রমেশ গিরি নামে এক যুবককে গ্রেফতার করেছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.