Advertisement
Advertisement

Breaking News

Kolkata

খাস কলকাতার রাস্তায় মদ্যপের তাণ্ডব, ভ্যানচালককে ধাক্কার পর গাড়ির উপর নাচ যুবকের!

আটক করা হয়েছে অভিযুক্তকে।

Drunken youth did rampage on the street of Kolkata | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 10, 2024 12:10 pm
  • Updated:January 10, 2024 12:17 pm  

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: সাতসকালে কলকাতার রাস্তায় তাণ্ডব যুবকের। ভ্যানচালককে ধাক্কার পর বিলাসবহুল গাড়িতে উপর রীতিমতো নাচলেন মদ্যপ মালিক। ঘটনার জেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে একের পর এক দাঁড়িয়ে পড়ে গাড়ি। যানজট তৈরি হয়। প্রবল ভোগান্তির শিকার হন সকলে। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। আটক করা হয়েছে অভিযুক্তকে।

ঘটনার সূত্রপাত সকাল ৮ টা বেজে ৪৫ মিনিট নাগাদ। সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি ভ্যানচালককে ধাক্কা দেয় এটি বিলাসবহুল গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে তাতে বিলাসবহুল গাড়ি চালকের বিন্দুমাত্র তাপউত্তাপ দেখা যায়নি। এর পর গাড়ি থেকে বেড়িয়ে গাড়ির উপর বসেন তিনি। নাচানাচি করতে দেখা যায় যুবককে। এদিকে এই ঘটনার জেরে একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়। প্রবল যানজট তৈরি হয়।

Advertisement

[আরও পড়ুন: পাখির চোখ লোকসভা, পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে আজ কালীঘাটে বৈঠক মমতার]

খবর পেয়ে ঘটনাস্থলে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় যুবককে গাড়ির উপর থেকে নামায় তাঁরা। এর পর গাড়ির চাবি দিতে চাইছিলেন না যুবক। ফলে গাড়িটি সরাতেও বেশ বেগ পেতে হয় পুলিশকে। তবে ইতিমধ্যেই তাঁকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মদ্যপ ছিলেন ওই যুবক। তাঁর গাড়ি থেকে একাধিক মদের বোতল উদ্ধার করা হয়েছে।

[আরও পড়ুন: ইডি গেলেই জনবিস্ফোরণ হবে, বললেন মন্ত্রী শোভনদেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement