Advertisement
Advertisement

Breaking News

Dr. Subarna Goswami

দার্জিলিঙে বদলি আর জি কর আন্দোলনের মুখ সুবর্ণ গোস্বামী, রুটিন বদলিতেও ‘লড়াই’য়ের ডাক চিকিৎসকের

স্বাস্থ্যদপ্তরের দাবি, রুটিন বদলি। যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ অবান্তর।

Dr. Subarna Goswami transferred to Darjeeling
Published by: Paramita Paul
  • Posted:March 20, 2025 2:04 pm
  • Updated:March 21, 2025 11:53 am  

রমেন দাস: আর জি কর আন্দোলনের অন্যতম মুখ ডা. সুবর্ণ গোস্বামীকে বদলি করল স্বাস্থ্যদপ্তর। দার্জিলিঙের টিবি হাসপাতালে তাঁকে বদলি করা হয়েছে। স্বাস্থ্যদপ্তরের এই সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ চিকিৎসকের দাবি, এটা অভয়া কাণ্ডে প্রতিবাদের ফল। যদিও স্বাস্থ্যদপ্তরের দাবি, রুটিন বদলি। যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ অবান্তর।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ডা. সুবর্ণ গোস্বামী। তিনি নাকি এও দাবি করেছিলেন, নির্যাতিতা তরুণী চিকিৎসকের গোপনাঙ্গ থেকে দেড়শো গ্রাম বীর্য উদ্ধার হয়েছিল। যদিও পরে তিনি দাবি করেন, এমন কোনও মন্তব্য তিনি করেননি। রাজ্য পুলিশ বা সিবিআই তদন্তেও চিকিৎসকের সেই দাবি প্রমাণ হয়নি। এমনকি আদালতেও তাঁর দাবি খারিজ হয়ে যায়। তারপরেও অবশ্য ‘বাম-অতি বাম সমর্থিত’ অভয়া আন্দোলনের নামে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার কুৎসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে পূর্ব বর্ধমান থেকে দার্জিলিংয়ে বদলি করা হল সুবর্ণ গোস্বামীকে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ বা ডেপুটি জেলা স্বাস্থ্য আধিকারিক পদে কর্মরত ছিলেন তিনি। এবার দার্জিলিঙের টিবি হাসপাতালের সুপার পদে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বদলির নোটিস পাওয়ার পরই ডা. সুবর্ণ গোস্বামী বলেন, “অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। যে হাসপাতালে কোনও রোগী ভর্তি থাকেন না। কিন্তু এটা আমার অষ্টমতম বদলি। তাই, এসব নিয়ে অসুবিধা হয় না। আমি বহু জেলায় কাজ করেছি। দার্জিলিংয়েও আগে কাজের অভিজ্ঞতা রয়েছে।” তাঁর সংযোজন, “বর্ধমান বা দার্জিলিং, যেখানেই থাকি অন্যায়ের প্রতিবাদ হবেই। আরও জোরাল হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। শাসকের চোখে চোখ রেখে, শিরদাঁড়া ঋজু রেখেই অনাচারের বিরুদ্ধে, বিচারের দাবিতে লড়াই জারি থাকবে।” চিকিৎসকের অভিযোগ, “১০-১৫ বছর ধরে অনেকেই একই পদে রয়েছেন, সরকারের কাছের লোক বলে! তাই, আমার বদলির উদ্দেশ্য কী বোঝা যায়। অভয়ার ন্যায়বিচারের লড়াই চলবেই।” যদিও স্বাস্থ্যদপ্তরের সাফ দাবি, এটা রুটিন বদলি। যে সমস্ত অভিযোগ করা হচ্ছে, তা অমূলক। চিকিৎসক মহলের একাংশের দাবি, প্রতি তিন বছর অন্তর বদলি হয়। এটা তেমনই রুটিন বদলি। এর সঙ্গে অভয়া আন্দোলনের যোগ টেনে অযথা বাজার গরম করা হচ্ছে। এদিকে এই বদলির প্রতিবাদে আজ, বৃহস্পতিবার বিকেল চারটেয় স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement