সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দীর্ঘ ১৫ বছর পর কাটল জট। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের (Primary Teachers Recruitment) দাবিতে দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের অনশন উঠল। কুণাল ঘোষের হস্তক্ষেপে নিয়োগপত্র হাতে পাওয়ার পর তাঁরা আন্দোলনে ইতি টানলেন। মঙ্গলবার কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে তাঁদের মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। এদিন প্যানেল প্রকাশের পর দেখা যায়, ওয়েটিং লিস্ট থেকে আরও ৫০ জনের নাম রাখা হয়েছে। মোট ৩৬৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর পর ফলের রস খেয়ে অনশন ভাঙেন চাকরিপ্রার্থীরা। বাম জমানার জট এতদিন পর কেটে যাওয়ায় আজ খুশি তাঁরা।
২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ১৮৩৪টি শূন্য পদ ছিল। আগেই ১৫০৬ জনের তালিকা প্রকাশ হয়েছিল। তার মধ্যে ৫৭৬ জন চাকরিতে যোগ দেননি। বাকি যে ৩২৮ জন ছিলেন, তাঁদের মধ্যে ৩১৪ জনের এবং আগে যোগ না দেওয়া শূন্যপদে আজ ওই শূন্য পদে আরো পাঁচ শতাংশ অর্থাৎ ৫০ জনকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ মঙ্গলবার মোট ৩৬৪ জনের তালিকা প্রকাশিত হল। এদিন থেকেই তাঁদের নিয়োগপত্র (Appoinment Letter) দেওয়া শুরু হয়েছে।
জট কেটে যাওয়ায় খুশি সব পক্ষই। এদিন চাকরিপ্রার্থীদের অনশন প্রত্যাহারের পর কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় জানান, বহু জট ছিল। DPSC চেয়ারম্যান অজিত নায়েক প্রকাশ করলেন, নিয়োগপত্র দান শুরু হল। ডায়মন্ড হারবারে অনশন, ধরনা তোলার অনুরোধে সাড়া দিলেন আন্দোলনকারীরা। এর পরেও যা বক্তব্য থাকবে তাঁরা চিঠি দেবেন। আইনি পরামর্শ নিয়ে তা বিবেচনা করবেন চেয়ারম্যান।
2009 south 24 prgns প্রাথমিক শিক্ষক প্যানেল। বহু জট। এরপর প্রথমে 1506 নিয়োগ। আজ বাকি 328, প্যানেল DPSC Chairman Ajit Nayek প্রকাশ করলেন, নিয়োগপত্র দান শুরু।
ডায়মন্ডহারবারে অনশন, ধর্ণা তোলার অনুরোধে সাড়া দিলেন আন্দোলনকারীরা। এর পরেও যা বক্তব্য থাকবে তাঁরা চিঠি দেবেন। আইনি… pic.twitter.com/4jhVQ1mbAd— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 6, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.