Advertisement
Advertisement

Breaking News

ফের পণের বলি বধূ, মাত্র ২০ হাজার টাকার জন্য খুন!

শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

Dowry death in Kolkata suburb, accused absconding
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 7, 2017 6:43 am
  • Updated:October 7, 2017 6:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পণের বলি বধূ। অভিযোগ মাত্র ২০ হাজার টাকার জন্য খুন করা হয় ইয়াসমিন বিবিকে। সোনারপুরের বনহুগলির এই ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে।

[সন্দেহের বশে স্ত্রীকে বিবস্ত্র করে মার, পলাতক স্বামী]

Advertisement

এলাকার বাসিন্দারা জানান বছর পাঁচেক আগে আলিফ মোল্লার সঙ্গে বিয়ে হয়েছিল ইয়াসমিন বিবির। কিন্তু বিয়ের পর থেকে তাঁদের মধ্যে নানা কারণে অশান্তি হত। মূলত পণের টাকা নিয়ে সমস্যার জন্য সম্পর্ক সেভাবে দানা বাধেনি বলে জানান প্রতিবেশীর। তাদের অভিযোগ, নানা অজুহাতে মেয়েকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে চাপ দিতেন শ্বশুরবাড়ির লোকজন। কখনও বাড়ি থেকে চেয়ে টাকা আনতেন ইয়াসমিন। কিন্তু তাঁর বাপেরবাড়ির অবস্থাও তেমন ভাল নয়। মেয়ের মুখ চেয়ে টাকা দিলেও, একসময় তা তাদের সাধ্যের বাইরে চলে যায়। অভিযোগ টাকা না পেলেই জুটত অকথ্য অত্যাচার। মাঝেমধ্যে মার খেতে হত ওই বধূকে। কিছু দিন আগে ফের ইয়াসমিনকে ২০ হাজার টাকা চায় শ্বশুরবাড়ির লোকেরা। টাকা আনতে না পারায় তাঁর জীবনে নেমে আসে চরম শাস্তির খাঁড়া। ইয়াসমিনের বাপেরবাড়ির অভিযোগ শ্বাসরোধ করে খুন করে মেয়েকে বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। ইয়াসমিন আত্মহত্যা করেছে এমন তত্ত্ব তারা তুলে ধরতে চেয়েছিল।

[স্বামী, সন্তানের সামনে বন্দুক দেখিয়ে গণধর্ষণ স্ত্রীকে]

স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ ৬ জনের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ করেছে মৃতের বাপের বাড়ির লোকজন। পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে। পণের জন্য এমন পরিণতির ঘটনায় বনহুগলি এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement