Advertisement
Advertisement

পুজোর আবহে শহরে জোড়া খুন, ছড়াল চাঞ্চল্য

ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা৷

Double murder in Kolkata, amidst Puja Festivity

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:October 15, 2018 9:32 am
  • Updated:October 15, 2018 9:45 am  

অর্ণব আইচ: পুজোর আবহে শহরে জোড়া খুন৷ বেলেঘাটায় পরিচিত এক যুবকের হাতে খুন বৃদ্ধা৷ চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধার প্রাণহানি হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান স্থানীয়দের৷ পাশাপাশি কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় উদ্ধার এক তরুণীর দেহ৷ ধর্ষণ করে খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ৷

[লড়াই শেষ, মারা গেলেন নাগেরবাজার বিস্ফোরণে জখম ফল বিক্রেতা]

পঞ্চমীর রাতে শহরে খুন বৃদ্ধা৷ বেলেঘাটার বাসিন্দা ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন৷ রবিবার রাতেও একাই বাড়িতে ছিলেন তিনি৷ গভীর রাতে আচমকাই বৃদ্ধা চিৎকারের শব্দ শুনতে পান প্রতিবেশীরা৷ কেন বৃদ্ধা এমন আর্তনাদ করছেন তা প্রথমে কেউই বুঝতে পারেননি৷ স্থানীয় এক মহিলাই প্রথম বৃদ্ধার বাড়ির সামনে ছুটে আসেন৷ তিনি দেখেন, বৃদ্ধার ঘরের দরমা কাটা রয়েছে৷ দরজাও খোলা রয়েছে৷ এদিকে তখনও ঘরের ভিতরে চিৎকার করছেন ওই বৃদ্ধা৷ তড়িঘড়ি ঘরে ঢুকে পড়েন প্রতিবেশী ওই মহিলা৷ ঘরের ভিতরে ঢুকেই অবাক হয়ে যান তিনি৷ দেখেন ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা৷ তার বুকের উপর উঠে বসে রয়েছে এক যুবক৷ ওই প্রতিবেশী মহিলার চিৎকারে ততক্ষণে বৃদ্ধার বাড়ির সামনে ভিড় জমে গিয়েছে৷ প্রতিবেশীরা ওই যুবককে ঘিরে ধরে পুলিশে খবর দেয়৷ স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ বৃদ্ধাকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান৷ প্রতিবেশীদের দাবি, অভিযুক্ত ওই যুবক এলাকায় কল সারানোর কাজ করত৷ বৃদ্ধার সঙ্গে আলাপ পরিচয়ও ছিল তার৷ স্থানীয়দের অনুমান, চুরির উদ্দেশ্যেই ওই যুবক বৃদ্ধার বাড়িতে আসে৷ বৃদ্ধা বাধা দেওয়ায় বাধ্য হয়েই তাঁকে ওই যুবক খুন করেছে বলেই অভিযোগ তাঁদের৷ যদিও পুলিশ খুনের কারণ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ৷ অভিযুক্তকে জেরা করে কী তথ্য পাওয়া যায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন পুলিশ আধিকারিকরা৷

Advertisement

[রাতের শহরে অভিনেত্রীকে নিগ্রহ, প্রতিবাদ করে আক্রান্ত হবু স্বামীও]

বৃদ্ধার পাশাপাশি পঞ্চমীর বিকেলে এক যুবতীরও দেহ উদ্ধার করা হয়৷ কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় বছর আঠারোর এক যুবতীর দেহ উদ্ধার হয়৷ মৃতার গলায় আঘাতের চিহ্ন রয়েছে৷ প্রাথমিক তদন্তে অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে৷ ধর্ষণ করে খুন নাকি খুনের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement