Advertisement
Advertisement

Breaking News

Kolkata

মণ্ডপ নয়, পুজোর সময় কলকাতা ঘুরে দেখতে চান? ঝাঁ চকচকে দোতলা বাস নামছে রাস্তায়

জাহাজের মতো ডেক থাকছে বাসে, খরচ কত জানেন?

Double decker bus will conduct pujo special Kolkata tour | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 25, 2022 8:13 pm
  • Updated:September 25, 2022 8:52 pm  

নব্যেন্দু হাজরা: দুর্গাপুজোয় (Durga Puja) প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা যেমন বাঙালির কাছে আকর্ষণীয়, তেমনই এর উলটোও আরেকদল মানুষ রয়েছেন। যাঁদের ‘প্যান্ডেল হপিং’ খুব একটা পছন্দ নয়। পুজোর ছুটি পেলে তাঁরাও ঘুরতেই চান, তবে সেই ঘোরা ভিড় থেকে দূরে। তাঁদের জন্যই রাজ্য পর্যটন দপ্তরের তরফে বিশেষ ভ্রমণ প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে। মাত্র ৫০ টাকাতেই দিনভর ঘুরতে পারবেন বিলাসবহুল দোতলা বাসে (Double Decker Bus)। বিশেষ এই পুজোর উপহারের কথা ঘোষণা করেছে পরিবহণ দপ্তর। ২৭ তারিখ থেকে মিলবে পরিষেবা। ওইদিন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিশেষ বাসগুলির উদ্বোধন করবেন। তারপর দোতলা বাসের চাকা গড়াবে মহানগরের রাজপথে।

Advertisement

যেন জাহাজের ডেক! রেলিং ঘেরা খোলা জায়গা। মাথার নিচে, উপরে খোলা আকাশ। নীল-সাদা দোতলা বাস তৈরি হয়েছে একটু অন্য কায়দায়। আগেকার দোতলা বাসের মতো নয়। ওই খোলা ছাদে ১২ টি আসন থাকবে। রোদ, বৃষ্টি এড়াতে থাকবে ছাতা। ঠিক যেমনটা সমুদ্রে ভাসমান ক্রুজগুলির (Cruiz) ক্ষেত্রে হয়। এবার সেই আদলেই বাস নামানো হচ্ছে এ শহরের পথে পথে। বাসের ঘেরা জায়গায় থাকবে ১৪ টি আসন। সেখানেও আরাম করে বসবেন যাত্রীরা। এ বাসে দাঁড়িয়ে থাকা একেবারেই নিষেধ।

[আরও পড়ুন: এবার পুজোতেও মমতার নতুন গানের অ্যালবাম, সুরকার ও গীতিকারও মুখ্যমন্ত্রী]

বাসগুলি সকাল ১১ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ঘুরবে কলকাতার (Kolkata) রাস্তায়। এই কয়েক ঘণ্টাতেই প্রাণ ভরে দেখে নিয়ে পারেন তিলোত্তমাকে। যাত্রা শুরু হবে রবীন্দ্রসদনের কাছে ক্যাথিড্রাল রোড থেকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, সেন্ট জনস চার্চ, ডেকার্স লেন, সিআর অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেটে এসে শেষ হবে যাত্রা। দুটি বাস যাতায়াত করবে দিনভর।

[আরও পড়ুন: উৎসবেও জেলে অনুব্রত মণ্ডল, কীভাবে কাটল মহালয়ার দিন?]

এই গোটা যাত্রাপথেই কলকাতার সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি দেখতে পাবেন আপনি। মাঝে কোথাও নেমে যেতে চাইলে, তাও পারেন। ঝাঁ চকচকে দোতলা বাসে চড়ে শহর সফরের খরচও কিন্তু সাধ্যের মধ্যেই। মাত্র ৫০ টাকাতেই যাতায়াত করতে পারবেন। পুজোর সময় আপনার সফরকে একটু ভিন্ন মাত্রা দিতে এমন ব্যবস্থা করছে ওয়েস্ট বেঙ্গল টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement