দীপঙ্কর মণ্ডল: সারমেয় প্রেমই না কি তাঁর অপরাধ। ফ্ল্যাটে দু’টি কুকুর আছে। সেই অপরাধে বেধড়ক মার খেলেন এক যুবক। দুষ্কৃতীরা তাঁর স্ত্রীকেও হেনস্তা করেছে। যুবকের নাম সুবর্ণ গোস্বামী। হরিদেবপুর থানা এলাকায় স্ত্রী ও দুটি কুকুর নিয়ে নিজের ফ্ল্যাটে থাকেন সুবর্ণ। ওই আবাসনের কিছু বাসিন্দা কিছুদিন ধরে ফতোয়া জারি করে, বাড়িতে কুকুর রাখা যাবে না। আর সেই অপরাধে মার খেতে হয়েছে যুবককে। ঘটনাটি ঘটেছে ৩ জানুয়ারি। শনিবার ঘটনার কথা সোশ্যাল নেটওয়ার্কে জানিয়েছেন সুবর্ণ। দুষ্কৃতীদের ভয়ে তিনি দুই পোষ্যকে রাতে এক বন্ধুর বাড়িতে রেখে এসেছেন।
ফেসবুকে ওই যুবক লিখেছেন, –আমি আর আমার স্ত্রী আমাদের দুই পোষ্য (কুকুর) সন্তানকে নিয়ে থাকি টালিগঞ্জ-সোদপুর বাজার অঞ্চলের ফ্ল্যাটে। গত বছর মার্চ মাসে আমরা এখানে ফ্ল্যাটটি কিনে এসেছি। আসার পর থেকেই বিল্ডিং এর অন্য বাসিন্দারা আমাদের পোষ্যদের কেন্দ্র করে উত্যক্ত করছেন। আমার কুকুরেরা আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি। সামান্য ঘেউ ঘেউ টুকু করেও কারও অসুবিধা সৃষ্টি করে না। ওরা নিতান্তই চুপচাপ প্রকৃতির কুকুর। ওরা মল-মূত্র ত্যাগ করে বিল্ডিং এর কোন অংশ নোংরা করে না। আমার সন্তানদের সমস্ত রকম ভ্যাকসিনেশন করানো আছে। এসব সত্ত্বেও বিল্ডিং এর এই লোকগুলি শুধুমাত্র কুকুর পছন্দ করেন না বলে আমাদের সমস্তরকম ভাবে হ্যারাস করে চলেছেন নিত্যদিন। কুকুরের লোম পড়ে থাকা এবং আরও নানা মিথ্যা বিষয় নিয়ে এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত করেছেন স্থানীয় হরিদেবপুর থানায়, স্থানীয় পৌর দপ্তরে এমন কি স্থানীয় কাউন্সিলরের কাছে। ৩ জানুয়ারি রাতে প্রায় ৩০ থেকে ৪০ জন গুন্ডা এসে আমাকে যথেচ্ছ মারধোর এবং আমার স্ত্রীকে যথেচ্ছ অপমান করে। অশ্রাব্য গালিগালাজ এবং অঙ্গভঙ্গি তো ছিলই। আমরা থানায় ঘটনাটি জানানোর পর বাইকে করে মাত্র দু’জন পুলিশ আধিকারিককে পাঠানো হয় এবং খুব স্বভাবতই যারা আমাদের সেই গুন্ডা দলের হাত থেকে রক্ষা করতে পারেননি। উল্লেখ্য, এ বিষয়ে আমরা হরিদেবপুর থানায় আগেই জেনারেল ডায়েরি করেছি। কিন্তু তাতে কাজ কিছুই হচ্ছে না। আর গত বৃহস্পতিবারের ঘটনায় আমরা রীতিমত প্রাণভয়ের আশংকায় আতংকিত হয়ে আছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব ফ্ল্যাট বিক্রি করে আমরা অন্যত্র চলে যাব।
[বালিগঞ্জে যৌথ পরিবারে বিকৃত যৌনাচার, দুই জা-কে মুখোমুখি বসিয়ে জেরা করবে পুলিশ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.