ক্ষীরোদ ভট্টাচার্য: আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। এরই মাঝে এসএসকেএমে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসকদের কর্মবিরতির কারণেই এই ঘটনা বলে দাবি করা হয়েছে। রবিবার ধর্মতলার অভয়া ক্লিনিক থেকে এবিষয়ে মুখ খুললেন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। দাবি করলেন, মৃত যুবকের অবস্থায় অত্যন্ত জটিল ছিল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলেও দাবি।
হুগলির (Hooghly) রিষড়ার বাসিন্দা রাজীব দেব। দীর্ঘদিনের কিডনির সমস্যা ওই যুবকের। ২০১৪ সালে যুবকের মা তাঁকে একটি কিডনি দিয়েছিলেন। তার পর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকতে হত রাজীবকে। গত ৩ তারিখ এসএসকেএমে ভর্তি হন রাজীব। মৃতের মা ও মামাদের দাবি, ৫ তারিখ রাতে রাজীব অসুস্থ বোধ করে। তাঁর পেট ফুলতে শুরু করে। পরিবারের সদস্যরা বারবার ডাক্তারদের কাছে অনুরোধ করেন ছেলের ক্যাথিটার বদলে দিতে। অভিযোগ, তাঁদের কথায় কর্ণপাত করেনি কেউ। ভোররাতে মৃত্যু হয় যুবকের। এর পরই পরিবারের সদস্যরা দাবি করেন, জুনিয়র ডাক্তাররা রোগী না দেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই কারণেই মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে।
রবিবার ধর্মতলার ওয়াই চ্যানেলের অভয়া ক্লিনিক থেকে এসএসকেএমএর জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা এ নিয়ে মুখ খোলেন। জানান, রিষড়ার যুবক রাজীব দে কিডনি জনিত ক্রিটিকাল সমস্যা নিয়ে এস এস কে এম-এ ভর্তি ছিলেন ২ আগস্ট থেকে। ৫ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগের তির ডাক্তারদের কর্ম বিরতির দিকে তুলছেন। চিকিৎসকদের দাবি, শারীরিক অবস্থার অবনতির কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। রাজনৈতিক অংকের কারণেই তাঁদের বিরুদ্ধে এক শ্রেণিকে ক্ষেপিয়ে তোলা হচ্ছে বলে অভিযোগ চিকিৎসকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.