Advertisement
Advertisement
Gangasagar Mela

করোনা পরিস্থিতি উদ্বেগজনক, বন্ধ হোক গঙ্গাসাগর মেলা, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

গঙ্গাসাগর মেলার ভিড় থেকে বাড়বে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। দাবি চিকিৎসকের।

Doctors files PIL seeking ban on Gangasagar Mela as covid cases surge | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 3, 2022 5:03 pm
  • Updated:January 3, 2022 6:05 pm  

শুভঙ্কর বসু: বর্ষশেষের উৎসবে রাজ্যে একলাফে অনেকখানি বেড়েছে করোনা সংক্রমণ। আর তাই এর মধ্যে গঙ্গাসাগর মেলা হলে আরও ঊর্ধ্বমুখী হবে কোভিড গ্রাফ। তাই এ বছরের মতো বন্ধ হোক গঙ্গাসাগর মেলা। এই আবেদন জানিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। সম্ভবত আগামী ৫ জানুয়ারি এই জনস্বার্থ মামলার শুনানি।

সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই চিকিৎসক গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) বন্ধ করার আবেদন জানান। তাঁর দাবি, রাজ্য সরকারের তরফে জানানো হয়, এই মেলায় বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হয়ে থাকেন। ৩০ লক্ষের বেশি জনসমাগম হয়ে থাকে। ফলে এমন জনসমুদ্রে দূরত্ববিধি-সহ অন্যান্য কোভিড প্রোটোকল মানা সম্ভব নয়।

Advertisement

[আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়, যৌন হেনস্তার ২১টি মামলা খারিজ করল CBI]

এবারও একই পরিমাণ ভিড় হলে আরও বাড়বে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। ফলে ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা। এই বিপুল পরিমাণ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কারণ লাগাতার পরিষেবা দিতে দিয়ে চিকিৎসকরাও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। তাই অভিনন্দন মণ্ডলের আরজি, অতিমারীর ভয়াবহতার কথা মাথায় রেখে এবারের মতো গঙ্গাসাগর মেলা বন্ধ রাখা হোক।

উল্লেখ্য, গত বছরও অতিমারী আবহে (Corona Pandemic) গঙ্গাসাগর মেলা বন্ধের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই সময় হাই কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছিল ই-স্নানের বিষয়টি। অর্থাৎ অনলাইনেই বুক করা যাচ্ছিল পবিত্র গঙ্গা জল। যা বাড়ি বসেই হাতে পেয়ে যাচ্ছিলেন ভক্তরা। এবার জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পর হাই কোর্ট (Calcutta High Court) ফের ই-স্নানকে গুরুত্ব দেয় কি না, সেদিকে নজর থাকবে। পাশাপাশি স্বল্প পরিসরে মেলা হতে পারে কি না বা কোভিডবিধি মেনে কীভাবে মেলায় শামিল হওয়া সম্ভব – এখন এসব প্রশ্নের উত্তরের অপেক্ষা। 

[আরও পড়ুন: কড়া করোনাবিধির জেরে বন্ধ স্কুল-কলেজ, পড়ুয়াদের লেখাপড়া নিয়ে বেফাঁস মন্তব্য অনুব্রতর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement