ফাইল ছবি।
নব্যেন্দু হাজরা ও সুমিত বিশ্বাস: গতকালই মন্ত্রিসভায় একঝাঁক রদবদল করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বড়সড় রদবদল হল রাজ্যের আমলা চক্রে। পরিবর্তন হল একাধিক জেলার জেলাশাসক। উত্তরবঙ্গের একাধিক জেলাশাসককে পাঠানো হয়েছে দক্ষিণের জেলায়। আবার উলটোটাও হয়েছে। যদিও এই রদবদলের ইঙ্গিত ছিল আগেই। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কিছু রদবদল করা হতে পারে। তিনি দুবাই উড়ে যেতেই নবান্নের তরফে বদলির বিজ্ঞপ্তি জারি করা হল। সাম্প্রতিক সময় একসঙ্গে এত রদবদল হয়নি রাজ্যের প্রশাসনিক মহলে।
কী কী পরিবর্তন হয়েছে?
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১১ জেলার জেলাশাসক বদল করা হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক হলেন বালাসুব্রহ্মণ্যম টি। উত্তরের পাহাড়ি এই জেলাটির জেলাশাসক ছিলেন আর বিমলা। তিনি এলেন আলিপুরদুয়ারের জেলাশাসক পদে। সেখানকার দায়িত্বে থাকা সুরেন্দ্রকুমার মিনা পেলেন উত্তর দিনাজপুরের জেলাশাসকের দায়িত্ব। কোচবিহারের নতুন জেলাশাসক হলেন অরবিন্দকুমার মিনা। তিনি আগে ছিলেন উত্তর দিনাজপুরের দায়িত্বে।
দক্ষিণবঙ্গের আমলাকে পাঠানো হয়েছে উত্তরেও। যেমন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ছিলেন ডঃ প্রীতি গোয়েল। রদবদলের পর জেলাশাসক হয়ে পাড়ি দিলেন দার্জিলিংয়ে। আবার উত্তর ২৪ পরগনার আরেক অতিরিক্ত জেলাশাসক শামা পারভিনকে জলপাইগুড়ির জেলাশসক পদে বসানো হয়েছে। আবার উত্তরের জেলাশাসকদের পাঠানো হয়েছে দক্ষিণে। দার্জিলিংয়ের জেলাশাসক ছিলেন শ্রী পোন্নমবালাম। জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারিও ছিলেন তিনি। রদবদলের পর তিনি হলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক। এছাড়াও হাওড়া, হুগলি, নদিয়া এবং বাঁকুড়ার জেলাশাসকও বদল করা হয়েছে।
রদবদল হয়েছে আইপিএস মহলেও। একাধিক জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে একাধিক পুলিশ জেলার। এর মধ্যে রয়েছে কোচবিহার, রাণাঘাট, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে। একসঙ্গে রাজ্য় প্রশাসন এত সংখ্যক বদলি সম্প্রতি দেখা যায়নি বলেই মত ওয়াকিবহাল মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.