Advertisement
Advertisement
Amrita Sinha

প্রাথমিক নিয়োগে নয়া মোড়, বিচারপতি সিনহার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ

আগামী ৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

Division bench of Calcutta HC gives stay order on justice Amrita Sinha's order । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 20, 2023 7:01 pm
  • Updated:December 20, 2023 7:02 pm  

গোবিন্দ রায়: প্রাথমিক নিয়োগের ২০১৬ সালের মেধাতালিকা সিঙ্গল বেঞ্চের সামনে পেশ করার নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। আগামী চার সপ্তাহ বহাল থাকবে স্থগিতাদেশ।

গত ১২ ডিসেম্বর ২০১৪ সালের টেটের প্রেক্ষিতে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকা আদালতের সামনে পেশ করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং দুই চাকরিপ্রাপক। সেই মামলাতেই এই নির্দেশ। পাশাপাশি মূল মামলাকারী রমেশ মালিক এবং সৌমেন নন্দীকে নিয়ে সিবিআইয়ের রিপোর্ট তলব করেছে ডিভিশন বেঞ্চ।

Advertisement

[আরও পড়ুন: অরণ্যভবন তল্লাশিতে ইডির হাতে বালুর বিপুল সম্পত্তি! উদ্ধার আরও ১০ কোটির বিমার নথি]

রমেশ মালিক এবং সৌমেন নন্দী আদৌ টেটে পাশ করেছেন কিনা তা নিয়ে রিপোর্ট দেবে সিবিআই। টেট উত্তীর্ণ না হলে কী মামলা করার অধিকার তৈরি হয়, প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। আগামী ৪ জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। ওইদিনই মামলার শুনানি।

[আরও পড়ুন: ‘আপনি ভগবান, উদ্ধার করুন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement