সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার কাজে গতি আনতে বদ্ধপরিকর নয়া মেয়র ফিরহাদ হাকিম৷ মঙ্গলবার মেয়র পারিষদদের দায়িত্ব বন্টনের কাজ সেরে ফেললেন তিনি৷ এগারোটিরও বেশি দপ্তরের দায়িত্ব নিয়েছেন মেয়র নিজেই৷ দায়িত্ব বেড়েছে ডেপুটি মেয়র অতীন ঘোষেরও৷
[ গুরুতর অসুস্থ নির্মলা মিশ্রকে দেখতে হাসপাতালে মেয়র ফিরহাদ হাকিম]
সোমবার ছিল কলকাতা পুরসভার মেয়র নির্বাচন৷ ১২১ জন কাউন্সিলের ভোটে মেয়র নির্বাচিত হন পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ স্বাধীনতার পর তিনিই কলকাতা পুরসভার প্রথম সংখ্যালঘু মেয়র৷ ডেপুটি মেয়র নির্বাচিত হন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ৷ ভোটগ্রহণের পরই শপথ নেন মেয়র, ডেপুটি মেয়র-সহ মেয়র পারিষদ সদস্যরা৷ কলকাতা পুরসভার নতুন মেয়র পারিষদ হয়েছেন তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার মেয়র পারিষদের দায়িত্বও ভাগ করে দিলেন মেয়র ফিরহাদ হাকিম৷ পুরসভায় দায়িত্ব বাড়ল ডেপুটি মেয়র অতীন ঘোষের৷ স্বাস্থ্য দপ্তরও তো ছিলই, কর মূল্যায়ন দপ্তরও সামলাবেন তিনি৷ পুর প্রশাসনের কর মূল্যায়ণ বিভাগের গুরুত্ব অপরিসীম৷ শহরবাসীর করের টাকাই পুরসভার আয়ের অন্যতম প্রধান উৎস৷ জল সরবরাহ, অর্থ, সংস্কৃতি, বিল্ডিং-সহ এগারোটির বেশি দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন মেয়র ফিরহাদ হাকিম৷
এদিকে পুরসভার মেয়র ও ডেপুটি মেয়র বদল হলেও, মেয়র পারিষদ সদস্যদের প্রায় সকলেই আগের বোর্ডেও ছিলেন৷ নতুন মেয়র পারিষদ সদস্য বলতে শুধু তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়৷ আবাসন, আইন ও গীতাঞ্জলি প্রকল্পের দায়িত্ব পেয়েছেন তিনি৷ বাকি মেয়র পারিষদদের দায়িত্ব একই থাকছে বলে জানা গিয়েছে৷
ছবি: অমিত ঘোষ
[দশদিনে ৯৭ বার ফোন প্রাক্তন প্রেমিককে, বাগুইআটির বধূ মৃত্যুতে বাড়ছে রহস্য]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.