Advertisement
Advertisement

Breaking News

New Town

কত দূরে বাস? গন্তব্যে যাওয়ার আগে স্ট্যান্ডে দাঁড়িয়েই জানতে পারবেন, নিউটাউনে বসছে ডিসপ্লে বোর্ড

এবার ১৫ মিনিট আগে থেকে জানা যাবে বাস আসার খবর।

Display boards will be set up at every bus stoppage at New Town for the convenience of the passengers | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 30, 2022 9:32 pm
  • Updated:March 30, 2022 9:56 pm  

নব্যেন্দু হাজরা: ঠিক যেমনটা রয়েছে হাওড়া (Howrah) বা শিয়ালদহ স্টেশনে, এবার তেমনই চালু হচ্ছে নিউটাউনের সমস্ত বাস স্টপেজে। বসছে ডিসপ্লে বোর্ড। তাতে দিনভর দেখা যাবে, কোন বাস কখন আসছে সেখানে। বাস আসার ১৫ মিনিট আগে থেকে স্টপে বসানো এলইডি (LED) ডিসপ্লে বোর্ডে তা দেখানো হবে। বাসের অপেক্ষায় যাত্রীদের আর রাস্তার দিকে তাকিয়ে থাকতে হবে না। ডিসপ্লে বোর্ডে চোখ রাখলেই বাসের অবস্থান তাঁরা দেখতে পাবেন। দেখে নিতে পারবেন কতক্ষণে তাঁরা বাস (Bus)পাবেন।

হাওড়া স্টেশনের মতোই ডিসপ্লে বোর্ডে এবার দেখা যাবে নিউটাউনগামী বাসের গতিবিধি

বাস কোথা থেকে কোন রুটে যাচ্ছে, দেখা যাবে তা-ও। সরকারি এবং বেসরকারি দুই বাসের অবস্থান উঠবে বোর্ডে। নতুন এই পরিষেবা আপাতত নিউটাউনের (New Town) মধ্যেই চালু হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার এনকেডিএ বা নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির তরফে বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বেনজির! শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দাবি হাই কোর্টের বিচারপতির]

পরিবহণ দপ্তর সূত্রে খবর, রিয়েল টাইম প্যাসেঞ্জার্স ইনফর্মেশন ডিসপ্লে সিস্টেম চালু হতে চলেছে নিউটাউনে। আরএফআইডি ট্যাগ (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস) লাগানো থাকবে সমস্ত বাসে। তার সাহায্যে জিপিএসের মাধ্যমে ট্র‌্যাক করা হবে বাস। সেইমতো উঠে যাবে ডিসপ্লে বোর্ডে। যে কারণে যাত্রীরাও আগেভাবে দেখে নিতে পারবেন বাস কতক্ষণ পর পাবেন। সূত্রের আরও খবর, ইতিমধ্যেই চারশোর বেশি বাস এই ট্র‌্যাকিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে। এবার সব বাসস্টপে এলইডি ডিসপ্লে বোর্ড (Display board) বসানো হয়ে গেলেই যাত্রীরা এর সুবিধা নিতে পারবেন। আরও বেশি সংখ্যক বাস যাতে এই সিস্টেমে আনা যায়, সে কারণেই সাতটি বাস সংগঠনকে বৃহস্পতিবার ডাকা হয়েছে।

[আরও পড়ুন: ভারতের কত শতাংশ মানুষ সংখ্যালঘু? মুসলিমের সংখ্যা কত? চমকপ্রদ পরিসংখ্যান কেন্দ্রের]

সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, “আমরা অবশ্যই বৈঠকে যাব। এটা হলে যাত্রীদের খুব সুবিধা হবে। তাছাড়া বাস মালিকরাও জানতে পারবেন সঠিক রুট মেনে তাঁর বাস যাচ্ছে কি না।” অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “নতুন এই ট্যাগ লাগাতে বা প্রযুক্তির আওতায় আসতে বাস মালিকদের কোনও খরচ করতে হবে না। এটা খুবই সুবিধাজনক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement