Advertisement
Advertisement

Breaking News

TMC

দলীয় হুইপ সত্ত্বেও গরহাজির বিধায়কদের বিরুদ্ধে কী পদক্ষেপ? সোমে বৈঠক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির

তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় ও মুখ্য সচেতক নির্মল ঘোষ বৈঠক করবেন।

Disciplinary committee of TMC will sit for meeting to take action against the MLAs who were absent in the Assembly session
Published by: Sucheta Sengupta
  • Posted:March 23, 2025 9:11 pm
  • Updated:March 23, 2025 9:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুত্বপূর্ণ বিল পেশ, তা নিয়ে আলোচনা। তাই সদ্যসমাপ্ত বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগে দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকার হুইপ জারি করেছিল শাসকদল তৃণমূল। কিন্তু ২০ মার্চ শেষ হওয়া অধিবেশন শেষে দেখা গেল, হুইপ অমান্য করেছেন অনেকে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সোমবার বৈঠকে বসছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বৈঠকে স্থির হতে পারে গরহাজির বিধায়কদের ভবিষ্যৎ।

বিধানসভা দ্বিতীয় ভাগের বাজেট অধিবেশনের শেষ দু’দিন অর্থাৎ ১৯ এবং ২০ মার্চ জরুরি বিল পেশের জন্য শাসকদলের সব জনপ্রতিনিধিকে অধিবেশনে উপস্থিত থাকতে বলা হয়েছিল দলের তরফে। এনিয়ে হুইপও জারি হয়। একমাত্র হাসপাতালে ভর্তি থাকলে, সেই বিধায়ককেই এই হুইপের বাইরে রাখা হয়েছিল। সাধারণত এ ধরনের হুইপের ক্ষেত্রে কেউ তা না মানলে কড়া শাস্তি হয়ে থাকে। বিধানসভা সূত্রে খবর, দলীয় হুইপ মেনে প্রথমদিন তৃণমূলের প্রায় সব বিধায়কই ছিলেন। কিন্তু শেষদিনের হাজিরা খাতা বলছে, প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ক অধিবেশনে ছিলেন না।

Advertisement

অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে শাসকদল। মুখ্য সচেতক নির্মল ঘোষ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তর অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করেছে। সোমবার বৈঠকে ঠিক হবে, তাঁদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হল। সংশ্লিষ্ট মহলের মত, যে ৫০ জন বিধায়ক বিধানসভা অধিবেশনে ছিলেন না, তাঁরা এবার কঠোর শাস্তির মুখে পড়বেন। তবে সবটাই ঠিক হবে সোমবারের বৈঠকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub