Advertisement
Advertisement

Breaking News

Dilip Ghosh

মোদির উপস্থিতিতে গীতাপাঠের দিনই টেট, সূচি বদলের আর্জিতে হাই কোর্টে দিলীপ

মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।

Dilip Ghosh urges to change date of TET that scheduled to take place on December 24 at Calcutta HC | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 11, 2023 12:14 pm
  • Updated:December 11, 2023 12:20 pm  

গোবিন্দ রায়: আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের তরফে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। সেখানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। থাকার কথা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিশিষ্টজনের। আর সেই উপলক্ষে শহর ঢাকা থাকবে নিরাপত্তার নিশ্ছিদ্র বেড়াজালে। ওই একই দিনে স্কুল শিক্ষক নিয়োগের জন্য TET-এর দিন ধার্য করেছে পর্ষদ। তা বাতিলের আর্জি জানিয়ে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।

দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, আগামী ২৪ তারিখ শহরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। টেট পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা থাকলেও সমস্যায় পড়তে পারেন তাঁরা। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধা হতে পারে। সেই কারণে ওই দিন TET বাতিল করার আর্জিতে মামলা দায়ের করতে চান বলে হাই কোর্টে আবেদন জানান দিলীপ ঘোষ।

Advertisement

[আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপ বৈধ, রায় সুপ্রিম কোর্টের, নির্বাচনের ডেডলাইন বেঁধে দিল শীর্ষ আদালত

এর আগে প্রাইমারি টেট হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। কিন্তু কোনও কারণে ১০ তারিখ পিছিয়ে নতুন করে ২৪ তারিখ পরীক্ষার দিন ধার্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। অন্যদিকে, ব্রিগেডে গীতাপাঠের আসরও দুপুরে। ফলে ওই সময়ে কলকাতার রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। বহু গাড়ির রুট ঘুরিয়ে দেওয়া হতে পারে। যার জেরে পরীক্ষার্থীরা পথে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন দিলীপ ঘোষ। সোমবার এসব জানিয়ে তিনি হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন। সূত্রের খবর, পরীক্ষা বাতিল করা সম্ভব নয় বলে মত প্রধান বিচারপতির। তবে তিনি দিলীপ ঘোষকে এ বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

[আরও পড়ুন: ব্রিগেডে গীতাপাঠ, মোদির মঞ্চে ঠাঁই হচ্ছে না সুকান্ত-শুভেন্দুর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement